থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
বাংলাদেশের সংবিধান অতি অল্প সময়ের ভেতরে এক্কেবারে বদলে যাবে। সবচেয়ে বড় পরিবর্তন হবে সংবিধানের মূলনীতিতে। ধর্মনিরপেক্ষতা আমাদের মূলনীতি হিসাবে বহাল হবে। এর ফলে এরশাদ সাহেবের সেই ‘রাষ্ট্রধর্ম ইসলাম’-ও তো আপনা আপনি বাতিল হয়ে যাবার কথা।
ইদানিং বিভিন্ন লেখায় দেখতে পাচ্ছি যে ধর্মনিরপেক্ষতা বহাল হলে নাকি দেশ থেকে ধর্ম উঠে যাবে! যারা এমন কথা বলছেন, তারা স্পষ্টতঃ সবাইকে ধোঁকা দিতে চাচ্ছেন। তারা তো জেনেশুনে ভুল পথে আছে, কেননা বলা হচ্ছেঃ “তোমরা জেনেশুনে সত্য গোপন কোর না, আর সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত কোর না”।
মহানবী ( সঃ ) যখন মদীনাতে একচ্ছত্র শাসক ছিলেন, সে সময়ে মদীনাতে কোন রাষ্ট্রধর্ম ছিল না। তাঁর মদীনা ছিল যথার্থই ধর্মনিরপেক্ষ। ইসলাম তো সব ধর্মকে নিয়ে চলতে বলে, যার কারনে একটি ধর্মকে প্রাধান্য দেবার কথা আসেই না।
কোর’আন তো বলেই যে "তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্য, আমার কর্ম ও কর্মফল আমার জন্য"”। ব্যক্তি পর্যায়ে এর একটা ব্যাখা হতে পারে যে ধর্ম এবং তার থেকে উদ্ভুত কোন কিছু কোন ব্যক্তির ব্যক্তিগত ব্যপার এবং আচরন।
এই অঞ্চলের মানুষ হিসাবে আমরা ধর্মকে বরাবরই ব্যক্তিগত আচরন হিসাবেই দেখে এসেছি। এই বোধটা ধর্মকে ব্যবহারকারী ধর্ম ব্যবসায়ীরা চায় নাই।
আমরা জাতি হিসাবে ধর্মভীরু।
সুতরাং আমাদের দেশে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে কোন লাভ হবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।