নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
উড়াও মুক্ত আকাশে একখন্ড মাটির দলিল
সুতো বেয়ে তুলে দাও সর্বোচ্চ চুড়ায়
উড়াও প্রিয়তম সবুজ লাল পতাকা
সে লাল রঙে মৃত্যুটাকে ভুলে যাও,
অর্জনের ইতিহাসটুকু রেখে কষ্টটা তুলে রাখ ছবির খাতায়
নতুন শিশুটিকে ক্রমাগত পতাকায় ইঙ্গিত দিয়ে দিও
সবার উপরে সে তুলে দেবে দেশকে
আর সে জানবে
সম্পর্কের গভীরে থাকে লাল টকটকে রক্তের টান
সেই লাল যেন ভোরের লালিমার ঐশ্বরিক আহ্বান
সবুজ পৃথিবী আশ্চর্য ভোর দেখেছে
বাংলাদেশের পতাকায়
চানতারার জ্বলজ্বলে নিশান একদিন মুক্তির গ্রেনেডে
পুড়ে ছাই হয়েছে আর তীব্র আঘাতে চুর্ণ হয়েছে হানাদারদের বিশ্বাস
সারা পৃথিবী এভাবে জেনেছে সবুজিত রক্তমাকে
এ পতাকা শুধু নিদ্রারত স্বপ্ন নয়, এ গৌরবময় বাস্তব
শিশুর হাতের ক্রেয়নে বিশুদ্ধতম অংকনে
আদিগন্ত সবুজ ধানের জমিতে টকটকে সুর্য আঁটকে দেয়ার
বিশ্ব স্বীকৃত সনদপত্র
নিশানেরা অভিশপ্ত হয়ে মৃত হয়েছে
আজ আকাশ ফুঁড়ে পত পত করে
উড়ছে আমাদের জাতীয় পতাকা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।