আমার নিক পদ্মলোচন করে দেওয়া হোক
একখন্ড ৭১ (১ম পর্ব) পড়ার জন্য এইখানে ক্লিক করুন
সন্ধ্যায় মাগরেবের নামায শেস করে রেডিও নিয়ে বসার ইচ্ছা ছিল হাবিবুর রহমান বি.এ , বি.টি এর । যদি বিবিসিতে কিছু বলে । কিন্তু বাড়ির বাইরে থেকে ডাক শুনে বেরিয়ে এলেন । দেখলেন চেয়ারম্যান মোবারক মোল্লা তার সার্বক্ষণিক সঙ্গী রফিককে নিয়ে দাড়িয়ে আছে ।
মাষ্টার স্কুলের চাবি কার কাছে?
জ্বি আমার কাছে ।
চল স্কুল খোলা লাগব।
জ্বি ?
জ্বি , জ্বি করতাছ কেন? চল । স্কুলে মিলিটারিরা ক্যাম্প করবো ।
হাবিবুর রহমান বি.এ , বি.টি এর কিছুক্ষণ লাগলো কথাটার মর্ম বুঝতে । বললেন মাগরেবের নামায শেস করে নেই।
দুই রাকাত সুন্ন্নত বাকি আছে । মোবারক মোল্লা খেকি দিয়ে উঠলেন।
হা কইরা রইছ কেন? ক্যাপ্টেন সাহেব কি তোমার লাইগা খাড়াইয়া থাকব নাকি? হাবিবুর রহমান বি.এ , বি.টি কথা না বাড়িয়ে চাবি নিয়ে রওনা দিলেন । যেতে যেতে আলচনা চলতে থাকল। ঠিক আমোচনা না ।
মোবারক মোল্লা বলে গেল একা ।
বুঝলানি মাষ্টার এইবার যদি দেশের মানুষ সোজা হয়। শালা মালাউনগুলার লগে যাইব। মালাউনগো পাও চাটবো। কি মিয়া কথা কও না কেন?
উত্তরের অপেক্ষা না করে আবার শুরু করল।
ক্যাপ্টেন সাহেব বড় খানদানি মানুষ । দেখলেই বুঝন যায় এরারে দিয়া কাম হইব । একটুহানি লাডি সোডা আর দুইচাইরটা বন্দুক দিয়া কি আর করব হালারা । ঐগুলা দিয়া কি আর এরার লগে যুদ্ধ করন যায় । হালা মালাউনগুলা আর মুনাফিকগুলার এইবার একটা শিক্ষা হইব।
ক্যাপ্টেন তারিকের সাথে দেখা হওয়ার পর একটু অবাক হলেন হাবিবুর রহমান বি.এ , বি.টি । বাচ্চা একটা ছেলে । কত হবে বয়স? ২৫ নাকি ২৭? খুব বেশি হলে ২৭। তার বড় ছেলেটার বয়স ও এমন। কিন্তু হাবিবুর রহমান বি.এ , বি.টি এর ভুল ভাঙ্গলো তারিকের চোখের দিকে তাকানোর পরে।
শীতল ও নিষ্ঠুর দৃষ্টি । মোবারক মোল্লা ভক্তি গদ গদ গলায় বলল , স্যার ইনি এইখানকার হেড মাষ্টার । ( আমি ক্ষমাপ্রার্থী কারন আমি ছোট বেলা থেকেই উর্দু ঘৃণা করি । কখন ও ঠিক মত শুনি ও নি । তাই পারি ও না।
এই জন্য আমি কথোপোকথনগুলো বাংলায় লেখলাম )
মোবারক মোল্লা চুপ থাক তুমি । হাবিবুর রহমান বি.এ , বি.টি এর দিকে তাকিয়ে বললেন , তুমি এইখানকার হেড মাষ্টার?
জ্বি ।
তোমার কেন আসতে দেরী হল জানতে পারি?
স্যার নামায পরছিলাম । ক্যাপ্টেন তারিকের ঠোটের কোনায় বিদ্রুপের হাসি ফুটে উঠল ।
নামায? তোমাদের আবার নামায কিসের ?
স্যার একজন মুসলমান হিসাবে নামায পড়া আল্লার বিধান ।
আল্লাহ? তোমাদের আবার আল্লাহ কি? তোমরা তো হিন্দু। ভগবান বল । বলেই উচ্ছস্বরে হেসে উঠল ক্যাপ্টেন তারিক । হাবিবুর রহমান বি.এ , বি.টি ছুপ করে রইলেন তীব্র ঘৃণায় তার ভিতরে জ্বলে গেল । কিন্তু তিনি চুপ রইলেন ।
তা তোমাদের স্কুল বন্ধ কেনো?
জ্বি গন্ডগোল শুরু পর থেকে সবাই স্কুলে আসা বন্ধ করে দিয়েছে।
ক্যাপ্টেন তারিক কিছুক্ষন চুপ থেকে বলল কালকে থেকে স্কুল খোলা থাকবে । কি করে করবে তুমি জান । এখন যাও।
হাবিবুর রহমান বি.এ , বি.টি বের হয়ে এলেন ।
মোবারক মোল্লা তার সাথে একে বলল
কেমুন দেখলা ক্যাপ্টেন সাব রে? খানদানি বংশের ছেলে বুঝাই যায়। এইবার মালাউনগো খবর আছে ।
কোন কথা না বলে বাড়িতে ফিরে এলেন হাবিবুর রহমান বি.এ , বি.টি ভিতরে তীব্র ঘৃণা নিয়ে
লেখাটি আর ও প্রকাশিত হয়েছে আমার বল্গে । পড়ার জন্য এইখানে ক্লিক করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।