আমার নিক পদ্মলোচন করে দেওয়া হোক
একখন্ড ৭১ (১ম পর্ব) পড়ার জন্য এইখানে ক্লিক করুন
একখন্ড ৭১ (২য় পর্ব) পড়ার জন্য এইখানে ক্লিক করুন
বাড়িতে ফিরে হাবিবুর রহমান বি.এ , বি.টি কেরামত পাগলাকে দেখতে পেলেন বারান্দার এক কোনায় বসে আছে।
কিরে তুই এইখানে কি করস?
মাষ্টার শেখ সাহেবের খবর জানো?
না ।
কেন মাষ্টার তোমার রেডিওতে কয় না?
না ।
মাষ্টার কই গেছিলা?
হাবিবুর রহমান বি.এ , বি.টি চুপ রইলেন।
ও মাষ্টার কথা কও ।
হাবিবুর রহমান বি.এ , বি.টি অল্প কথায় জানালেন কই গিয়েছিলেন । শুনে গম্ভীরভাবে কিছুক্ষন চিন্তার পর সে বলল , মাষ্টার শেখ সাহেবের খবর জিগাইতা মিলিটারিরে।
হাবিবুর রহমান বি.এ , বি.টি অবাক হয়ে জিঙ্গেস করলেন , কেন?
ওরা না ঢাকা থেইকা আইসে আর ওরা শেখ সাহেবের খবর জানবো না এইডা একডা কথা কইলা?
হাবিবুর রহমান বি.এ , বি.টি কেরামত পাগলার জন্য গভীর মমতাবোধ করলেন ।
ও মাষ্টার মিলিটারি দেখতে কেমুন ?
কেমন আবার তোর আমার মতই ।
তাইলে ওরা মানুষ মারে কেমনে?
হাবিবুর রহমান বি.এ , বি.টি কেরামতকে কি বলবেন ঠিক বুঝতে পারলেন না।
যা বাড়িত যা কেরামত ।
কেরামত তখন বলল , মাষ্টার মাওলানা সাবের বলে জ্বিন আছে?
হাবিবুর রহমান বি.এ , বি.টি একটু থতমত খেয়ে গেলেন , কি কইলি? কার কি আছে?
মাওলানা সাবের বলে জ্বিন আছে ? তারা নাহি কইসে মিলিটারি যাইবগা ।
কেডা কইসে ?
মাওলানা সাব নাকি ভাসন দিতে গিয়া কইসে জ্বিনে তারে এই খবর দিসে।
হাবিবুর রহমান বি.এ , বি.টি এতোখনে বুঝলেন যে মাওলামা ভাষানীর কথা বলছে কেরামত পাগলা । তিনি একটু কড়া ধমক দিতে গিয়েও দিলেন না ।
অসম্ভব রকম বাজে লাগছে । তীব্র রাগ ও ঘৃণার অনুভূতি। শুধু বললেন কেরামত বাড়িত যা। বাইর হইস না ।
কেরামত কি বুঝলো কে জানে।
সে রওনা দিল বাড়ির দিকে । আবারো একবার হাবিবুর রহমান বি.এ , বি.টি কেরামতের জন্য গভীর মমতানুভব করলেন।
লেখাটি আর ও প্রকাশিত হয়েছে আমার বল্গে । পড়ার জন্য এইখানে ক্লিক করুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।