আমাদের কথা খুঁজে নিন

   

একখন্ড ৭১ (৩য় পর্ব)

আমার নিক পদ্মলোচন করে দেওয়া হোক

একখন্ড ৭১ (১ম পর্ব) পড়ার জন্য এইখানে ক্লিক করুন একখন্ড ৭১ (২য় পর্ব) পড়ার জন্য এইখানে ক্লিক করুন বাড়িতে ফিরে হাবিবুর রহমান বি.এ , বি.টি কেরামত পাগলাকে দেখতে পেলেন বারান্দার এক কোনায় বসে আছে। কিরে তুই এইখানে কি করস? মাষ্টার শেখ সাহেবের খবর জানো? না । কেন মাষ্টার তোমার রেডিওতে কয় না? না । মাষ্টার কই গেছিলা? হাবিবুর রহমান বি.এ , বি.টি চুপ রইলেন। ও মাষ্টার কথা কও ।

হাবিবুর রহমান বি.এ , বি.টি অল্প কথায় জানালেন কই গিয়েছিলেন । শুনে গম্ভীরভাবে কিছুক্ষন চিন্তার পর সে বলল , মাষ্টার শেখ সাহেবের খবর জিগাইতা মিলিটারিরে। হাবিবুর রহমান বি.এ , বি.টি অবাক হয়ে জিঙ্গেস করলেন , কেন? ওরা না ঢাকা থেইকা আইসে আর ওরা শেখ সাহেবের খবর জানবো না এইডা একডা কথা কইলা? হাবিবুর রহমান বি.এ , বি.টি কেরামত পাগলার জন্য গভীর মমতাবোধ করলেন । ও মাষ্টার মিলিটারি দেখতে কেমুন ? কেমন আবার তোর আমার মতই । তাইলে ওরা মানুষ মারে কেমনে? হাবিবুর রহমান বি.এ , বি.টি কেরামতকে কি বলবেন ঠিক বুঝতে পারলেন না।

যা বাড়িত যা কেরামত । কেরামত তখন বলল , মাষ্টার মাওলানা সাবের বলে জ্বিন আছে? হাবিবুর রহমান বি.এ , বি.টি একটু থতমত খেয়ে গেলেন , কি কইলি? কার কি আছে? মাওলানা সাবের বলে জ্বিন আছে ? তারা নাহি কইসে মিলিটারি যাইবগা । কেডা কইসে ? মাওলানা সাব নাকি ভাসন দিতে গিয়া কইসে জ্বিনে তারে এই খবর দিসে। হাবিবুর রহমান বি.এ , বি.টি এতোখনে বুঝলেন যে মাওলামা ভাষানীর কথা বলছে কেরামত পাগলা । তিনি একটু কড়া ধমক দিতে গিয়েও দিলেন না ।

অসম্ভব রকম বাজে লাগছে । তীব্র রাগ ও ঘৃণার অনুভূতি। শুধু বললেন কেরামত বাড়িত যা। বাইর হইস না । কেরামত কি বুঝলো কে জানে।

সে রওনা দিল বাড়ির দিকে । আবারো একবার হাবিবুর রহমান বি.এ , বি.টি কেরামতের জন্য গভীর মমতানুভব করলেন। লেখাটি আর ও প্রকাশিত হয়েছে আমার বল্গে । পড়ার জন্য এইখানে ক্লিক করুন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.