আমাদের কথা খুঁজে নিন

   

নির্জনতা

তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।

ভবঘুরে সাত কি আট জন , ঘুরে ফেরে পিচঢালা রাস্তায় ... ব্যস্ততা থেকে অনেক দূরে, অলস ক্যাম্পাসে দিন কেটে যায়! চাঁদের স্নিগ্ধতায় , অন্ধকার রাস্তায় , নির্জন জনজীবনে ... ব্যস্ততার ছোঁয়ায় ক'জন জীবন কাটায় ... দেশ-ধর্ম-অর্থ-সংসার ; কিছুই বাদ পড়ে না ... কখনো গান , কখনো বা কবিতা , তর্কের তুফান বয়, গরম চা আর সিগারেটের ধোঁয়ায় .... কোনো সমাধান নয় ; তবু পরিকল্পনার সিঁড়ি বেয়ে, সময় চলে যায় .... ব্যস্ত জীবনে হঠাৎই ভবঘুরের অনুপ্রবেশ, চার-পাঁচটি বছরের পরিক্রমায় ... গতিময় পথ, গতিময় সময় আর গতিময় মানুষের ভীড়ে, ভবঘুরের ক্ষণিকের ব্যস্ত সময় । আজ শুধু পরিকল্পনা আর বাস্তবায়নের এগিয়ে চলা ... শুধু নেই সেই অহেতুক কবিতা-গান, নেই শুধু অহেতুক তর্কের মায়াজালে স্বপ্ন বোনা ... চাঁদের অদেখা স্নিগ্ধতায় আর একই অন্ধকার রাস্তায়, ব্যস্ত জনজীবনে, নির্জনতার পরশে প্রত্যেক ভবঘুরে জীবন কাটায় ...... ব্যস্ততার আধপোড়া সিগারেট মেঝেতে পড়ে রয় ........... ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।