আমাদের কথা খুঁজে নিন

   

নির্জনতা আর তোমার ভালবাসা



পৌষের বৃষ্টি, ভেজা দাড়কাক, নির্জন কোন রেস্তরা, গলির মুখে হাটু ভাঙ্গা পানি; হুট খোলা রিকশায় প্রেমিক জুটি; এমন উদাস করা দিনে খুনসুটি তবে কি নির্জনতার সঙ্গে? তোমার শাড়ীর আচল; প্রসাধনী সামগ্রীর ভারী গন্ধ; নির্জনতার সবাক দৃষ্টিপাত, ভালোবাসা তবে কি প্রেম করছে আজ নির্জনতার সঙ্গে? কতদিন হুট খোলা রিকসায় ঘুরি না, কতদিন দর্শন করি না তোমার ঐ মুখখানি; বিরহের সঙ্গে বসবাস, বর্ষন মুখর দিন কি তবে নির্জনতার বহিঃ প্রকাশ? দিবা স্বপ্নে পঙ্খীরাজ ঘোড়া, কপালের টিপ আর আকাশের চাদের সাদৃশ্য, বৃষ্টিকে কি তবে তুলনা করা যায় আমার বিরহের সাথে? নির্জনতা আজ ভালবাসা করছে তোমার সঙ্গে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।