আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষণিকের নির্জনতা



ক্ষণিকের নির্জনতা - সাইম, নিউ ইয়র্ক, জানুয়ারী ২৯,২০০৩ মাঝে মধ্যে আমি হারিয়ে যাই প্রচন্ড কাজের মধ্য থেকে নিজের অজান্তে। আর্ট গ্যালারীর ভিজিটরদের আনাগোনা, প্রশস্ত ব্রডওয়ের লক্ষ মানুষের গিজ গিজ,এই ব্যস্ত নিউইয়র্ক ওয়াল স্ট্রীট,হাডসন রিভার,স্টাচু অফ লিবার্টি,নাইন এলেভেনের এই নিউইয়র্ক কিছুই মনে থাকে না ।। তখন ভিড করে নিঃসীম সৌন্দর্য্যের চট্টগ্রাম সীতাকুন্ড পাহাডের উষ্ণ ঝর্নার শব্দ মনে ভুলে যাওয়া কিছু সুর,স্মৃতি টেনে তোলে পতেন্গা সৈকতের অস্তগামী সুর্য্য আমার হ্রদয়ের রক্ত ঝরায় আমার হৃদয়ে জেগে ওঠে দেশের অগণিত মানুষ, প্রিয় সব মুখ; পণ্ণ্চান্ন হাজার পাঁচশত আটানব্বই বর্গমাইল প্রশস্ততায় পোছে আমার রক্তিম হৃদপিন্ড। প্রিয় জন্মভুমি বাংলাদেশ আমার তারামন বিবির দুর্ভেদ্য মাটি,সোনালী ধান ক্ষেত আর কাশফুলের বাংলাদেশ হৃদয়ে ঠাই নেয় ক্ষণিকের নির্জনতায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।