আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের সংবিধানের সংশোধনী সমূহ

বিনা অপরাধে যারা শাস্তি পায়, তাদের কষ্ট শেয়ার করা যায় না।
প্রথম সংশোধনী ১২ জুলাই ১৯৭৩ : যুদ্ধপরাধসহ অন্যান্য গণঅপরাধীদের বিচার নিশ্চিত করা। ( উথাপনকারী- আইনমন্ত্রী মনোরঞ্জন ধর) দ্বিতী্য সংশোধনী ১৮ সেপ্টেম্বর ১৯৭৩ : অভ্যন্তরীণ বা বহিরাক্রমণ গোলযোগে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন হলে সে অবস্থায় 'জরুরি অবস্থা' ঘোষণার বিধান। ( উথাপনকারী- আইনমন্ত্রী মনোরঞ্জন ধর) তৃতীয় সংশোধনী ২১ নভেম্বর ১৯৭৪ : বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি অনুযায়ী বেরুবাড়িকে ভাড়তের নিকট হস্থান্তর বিধান। ( উথাপনকারী- আইনমন্ত্রী মনোরঞ্জন ধর) চতুর্থ সংশোধনী ২৫ জানুয়ারী ১৯৭৫: সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলী্য রাজনীতি প্রর্বতন।

( উথাপনকারী- আইনমন্ত্রী মনোরঞ্জন ধর) পঞ্চম সংশোধনী ৪ এপ্রিল ১৯৭৯: ১৯৭৫ সালের ১৫ আগস্টের সামরিক অভ্যুথানের পর থেকে ১৯৭৯ সালের ৫ এপ্রিল পর্যন্ত সামরিক সরকারের যাবতী্য সরকারের বৈধতা দান। (উথাপনকারী- সংসদ নেতা শাহ আজিজুর রহমান) ষষ্ঠ সংশোধনী ১ জুলাই ১৯৮১: উপ রাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতির পদে নির্বাচনের বিধান নিশ্চিত করন। (উথাপনকারী- সংসদ নেতা শাহ আজিজুর রহমান) সপ্তম সংশোধনী ১০ নভেম্বর ১৯৮৬: ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত সামরিক আইন বলবৎ থাকাকালিন সময়ে প্রণীত সকল ফরমান, প্রধান সামরিক আইন প্রশাসকের আদেশ, নির্দেশ, অধ্যাদেশ সহ আন্যান্য আইন অনুমোদন। (উথাপনকারী- আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী বিচারপতি এ কে এম নূরুল ইসলাম) অষ্টম সংশোধনী ১১মে ১৯৮৮: রাষ্টধর্ম হিসাবে ইসলামকে স্বীকৃতি দান এবং ঢাকার বাহিরে ৬টি জেলায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন। Dacca এর নাম Dhaka এবং Bangali এর নাম Bangla পরিবর্তন করা হয়।

(উথাপনকারী- সংসদ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ) নবম সংশোধনী ৬ জুলাই ১৮৮৯: রাষ্ট্রপতি নির্বাচলের সাথে একই সময়ে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান করা, রাষ্ট্রপতি পদে কোন ব্যাক্তিকে পর পর দুই মেয়াদে সীমাবদ্ধ রাখা। (উথাপনকারী- সংসদ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ) দশম সংশোধনী ১০ জুন ১৯৯০: রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষ হবার পূর্বে ১৮০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদর বাংলা ভাষ্য সংশোধন ও সংসদে মহিলাদের ৩০টি আসন আরো ১০ বছরকালের জন্য সংরক্ষণ। (উথাপনকারী- আইন ও বিচারমন্ত্রী হাবিবুর রহমান) একাদশ সংশোধনী ২ জুলাই ১৯৯১: অস্থায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের স্বপদে ফিরে যাবার বিধান। (উথাপনকারী- আইন ও বিচারমন্ত্রী মীর্জা গোলাম হাফিজ) দ্বাদশ সংশোধনী ২ জুলাই ১৯৯১: সংসদী্য় পদ্ধতিতে সরকার প্রবর্তন। (উথাপনকারী- প্রধানমন্ত্রী বেগম খালেদা জি্যা) ক্রয়োদশ সংশোধনী ২১ মার্চ ১৯৯৬: অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অনুষ্ঠানের জন্য নির্দলী্য তত্ত্বাবধায়ক সরকার গঠন।

(উথাপনকারী- শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকার) চতুর্দশ সংশোধনী ২৭ মার্চ ২০০৪ ও ২৮ এপ্রিল ২০০৪: নারীদের জন্য ৪৫ আসন সংরক্ষণ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছবি সংরক্ষণ, অর্থ বিল, সংসদ সদশ্যদের শপথ, সাংবিধানিক বিভিন্ন পদের বয়স বৃদ্ধি। (উথাপনকারী- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ) Constitution of the People's Republic of Bangladesh
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.