শিক্ষিত মূর্খ। আকিবুকি। গননা করবার শখ আর জাগেনা আগের মত। মাথাটাকে না খাটাতে খাটাতে তেলের ড্রাম হয়ে যাচ্ছে।
কুনান দিয়া এত কাহিনী ঘইটা গেল টের পাইনাই।
ঘুম থিকা উঠসি ৩ টার সুময়। ঘুমের মাঝে মইদ্যে হৈ হৈ আওয়াজ শুন্তাসিলাম। ভাবসিলাম ইলুশন।
ঘুম থিকা উইঠা ভাত খায়া মেইল ফেচবুক চেক চুক কল্লাম। গুসল কল্লাম।
হঠাৎ খিয়াল করি বাসার সামনের রাস্তা ফাকা। গলির চিপায় চুপায় পুলাপাইন খাড়ায় আছে। ওহ আসল কতা কই আমি থাকি বনানী ২৩ নং। AIUB পুরান বিল্ডিংয়ের পাশ দিয়া যে রুড গ্যাসে ওইডার কাছে। হঠাৎ মুনে অইল বাইরে গিয়া দেইখা আসি কাহিনী কিতা।
পরে আবার ভয় খাইলাম। আমারে তো দেইখা ছাত্র মুনে অয়। তাই একটা ছিড়া গেঞ্জি আর পুরান একখান প্যান্ট পইরা বারাইলাম। উম্মা গেটের সামনে ৪০-৫০টা দাঙ্গা পুলিশ খাড়ায় আছে। সাহস কইরা আরেট্টু সামনে আগায় AIUB-র পাশের গলির দিকে মুখ বাড়াইলাম।
দেখি পিলাপাইনের হেব্বি জুশ। ধুমায় ইটা মারতেসে। ইটা গুলান পুলিশের কাছে আসার পর হেতেরা আবার ওগুলা লয়া ফিকা মারতাসে। ভালই তামশা দেখতাসিলাম কয়েকজন মিল্লা। হঠাৎ কুনান থিকা এক বেরসিক পুলিশ তাড়া দিয়া কয় ওই মিয়ারা আন্নেরা কি এইখানে খাড়ায় খাড়ায় তামশা দ্যাখেন???
ফুলিশের তাড়া খায়া বাড়িত আয়া পড়সি।
হালার্পু বেরসিকে তামশাও দ্যাক্তে দিলনা
কিছুক্কন আগে এম আই এস থিকা মহাখালি পুরাডা পুলাপাইনের দখলে আছিল। আমার বড় ভাইয়ের অফিস টঙ্গি। ফেরনের সময় এম আই এস এর কাছে পুলাপাইন ইডা মারসিল। বাসের বডিতে লাগসে। নাইমা হাইডা বাড়িত আইসে।
পুলাপাইনের হেব্বি সাহস। নেভাল হেড কোয়ার্টারের সামনে ৫-৬ টা মিল্লা বেশ কয়েকটা বাস ভাঙ্গসে। বাসের যাত্রীরা ইচ্ছা করলেই মাইর দিতে পারত। তয় হেতেরা নাকি বাস থিকা নাইমা পলাইসে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।