সরকার বলে বিরোধী দল দায়ী, বিরোধী দল বলে সরকার দায়ী, জামাত বলে ভারত দায়ী, ভারত বলে পাকিস্তান দায়ী, রাজাকার বলে ভাদাকার দায়ী, ভাদাকার বলে রাজাকার দায়ী। আমি বলি আপনারা দায়ী আপনারা বলবেন আমি দায়ী। তাই আমার উপর জানজট, লোডশেডিং জারী
অভিনব কায়দায় ছাগল চুরি করতে গিয়ে বালাগন্জে তিন চোর গণপিটুনির শিকার হয়েছে৷ সোমবার শেরপুর থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা একটি মিতসুবিশি পাজেরো জিপ (ঢাকা-মেট্রো-ঘ-০২-১০৩৭) চেপে যাত্রীবেশী পাচ চোর বালাগঞ্জ আসে৷ এরা হল_ কানাইঘাট উপজেলার স্বর্ণের বাজারের নশিরউদ্দিন ড্রাইভার অপু (২৭), ঢাকার উত্তরার শাকিল (২৬) ও রাজু (২৪, কলাবাগানের সুমি (২৩ ) ও রুপা ( ২৩ )৷ তারা কোন এক এলাকার রাস্তার গরু ও ছাগলের পাল থেকে ৩টি ছাগল ও একটি গরুর বাছুর গাড়িতে তুলে নেয়৷ হঠাৎ পথে একটি ছাগল রাস্তায় পড়ে যায়৷ এতে বালাগন্জ বাজারের মানুষের সন্দেহ হয়৷ গাড়ি আটকিয়ে জবাবদিহি করলে তাদের কথাবার্তায় ধরা পরে যায় ছাগল চুরুর কথা। ইতিমধ্যে ছাগলের আসল মালিক কৃষক জীবন মিয়া খবর পেয়ে উপস্থিত হলে গাড়ির অহরিত দুই তরুন কে গালাগালি শুরু করে। এক পর্যায়ে দুই তরুন হাতাহাতি শুরু করলে আশে পাশের জনগন এসে চালকসহ তিন ব্যাক্তিকে উত্তম মাধ্যম দেয় । পরে বাজারের পুলিশ কনস্টেবল এসে পরিস্থিতি সামাল দিলে তিন ব্যাক্তি রক্ষা পায়। তখন গাড়ির অহরিত অন্য দুই তরুনী আকুতি বিনুতি করার পরেো তাদের কে থানায় নিয়ে যাওয়া হয়।
আমাদের বিশেষ সুত্র জানায় সন্ধার পর শাকিলের অভিভাবকরা এসে তাকে এবং চালক কে গাড়ি সহ থানা থেকে ঢাকায় নিয়ে যায়। বাকি ব্যক্তিদের কে বাস দিয়ে ঢাকা ফেরত যেতে দেখা যায় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।