আমাদের কথা খুঁজে নিন

   

হিন্দু যুবতীর ধর্মান্তরিত হয়ে মুসলিম ছেলেকে বিয়ে ॥ বাপ-মেয়ের পাল্টাপাল্টি জিডি ( ভ্রেকিং নিউজ ৭ )

সরকার বলে বিরোধী দল দায়ী, বিরোধী দল বলে সরকার দায়ী, জামাত বলে ভারত দায়ী, ভারত বলে পাকিস্তান দায়ী, রাজাকার বলে ভাদাকার দায়ী, ভাদাকার বলে রাজাকার দায়ী। আমি বলি আপনারা দায়ী আপনারা বলবেন আমি দায়ী। তাই আমার উপর জানজট, লোডশেডিং জারী

পইল গ্রামের এক হিন্দু যুবতী ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম ছেলেকে বিয়ে করেছে। এ ঘটনায় থানা পাল্টাপাল্টি জিডি করেছে বাপ-মেয়ে। গত ১৬ মার্চ নোটারী পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করেন পইল গ্রামের বিনোদ চন্দ্র দাসের কন্যা ঝুমা রানী দাস।

ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি তার নাম রেখেছেন মোছাম্মৎ ঝুমা আক্তার। এরপর তিনি পইল গ্রামেরই শিষ আলীর পুত্র জামাল উদ্দিনকে বিয়ে করেন। এফিডেভিটে ঝুমা তার জন্ম তারিখ উল্লেখ করেন ১৯৯০ সালের ১০ জুলাই। বিয়েতে মোহরানা দেয়া হয়েছে এক লাখ টাকা। এদিকে ঝুমা আক্তার নিখোঁজ মর্মে তার পিতা একটি সাধারণ ডায়রি করেছেন সদর থানায়।

অন্যদিকে গত ১১ এপ্রিল ঝুমা আক্তার সদর থানায় অপর একটি জিডিতে বলেছে, সে তার স্বামীর বাড়িতে সুখে শান্তিতেই আছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.