আমি তোমারো বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরস মাস সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়ার পাঁচ মাস পর চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বাংলাদেশি জাহাজ এমভি জাহাজ মণি। এ জাহাজদের নাবিকরা অবশ্য আগেই দেশে ফিরেছিলেন।
রোববার দুুপুর সোয়া ১২টার দিকে ক্যাপ্টেন মোস্তাক আল মাহমুদের কমান্ডে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের 'আলফা' অ্যাংকরেজে নোঙ্গর করে জাহান মণি।
জাহাজটি ব্রাজিলের তারানাগুয়া বন্দর থেকে দেশীয় কোম্পানি মেঘনা গ্র"পের জন্য ৪২ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি নিয়ে চট্টগ্রাম এসেছে বলে জানিয়েছেন মালিক প্রতিষ্ঠান ব্রেভ রয়েল শিপিং ম্যানেজমেন্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মেহেরুল করিম।
গত বছরের ৫ ডিসেম্বর আরব সাগর থেকে ছিনতাই হয় জাহান মণি।
এতে ২৬ জন বাংলাদেশি ছিলেন।
প্রায় ১০০ দিন পর মুক্তিপণের বিনিময়ে গত ১৪ মার্চ নাবিকসহ জাহাজটি ছেড়ে দেয় সোমালীয় জলদস্যুরা। ১৯ মার্চ জাহাজটি ওমানের সালালা বন্দরে পৌঁছায়। সেখান থেকে ২১ মার্চ নাবিকরা বিমানে চট্টগ্রাম ফিরে আসেন।
মেহেরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাহান মণি মুক্ত হওয়ার পর নতুন ২৫ জন ক্রু নিয়োগ দেওয়া হয়।
তারাই জাহাজটি পরিচালনা করছেন।
সালালা বন্দর থেকে মার্চ মাসের শেষের দিকে আকরিক নিয়ে গ্রিসে রওনা হয় জাহান মণি। সেখানে আকরিক খালাস করে ব্রাজিলের তারানাগুয়া বন্দরে যায় এটি।
ব্রাজিল থেকে গত ২৮ জুন জাহাজটি দেশের পথে রওনা হয় বলে মেহেরুল জানান। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।