আমাদের কথা খুঁজে নিন

   

.........জাহান্নামের জাহাজ

ভুত মোর নাম.. আছর দেয়া যার কাম.. মুসলিম দেশগুলিতে আজ যে ভয়ানক বিপদ সেটি বাঁচিয়ে রেখেছে দেশগুলির সেক্যুলার শিক্ষা ব্যবস্থা। এ শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রের অতি লোভী¸ চালাক ও দূর্নীতিপরায়নদের হাতে তুলে দেয় শিক্ষাদানের নামে স্বার্থশিকারের অত্যাধুনিক হাতিয়ার। এভাবে মানুষ পরিণত হয়েছে ভয়ানক শিকারি জীবে। দেশে দেশে তাদের হাতে যত রক্তপাত হযেছে তা বন্যপশুদের হাতেও হয়নি। তাদের জ্ঞান, মেধা ও শিক্ষালদ্ধ যোগ্যতার সবটুকুই ব্যয় হয় দুনিয়ার জীবনকে আরো ঐশ্বর্যময় করতে।

অথচ তারাই হলো সবচেয়ে ব্যর্থ মানব। এবং ব্যর্থতার সে সার্টিফিকেটটি এসেছে মহাজ্ঞানী মহান আল্লাহতায়ালা থেকে। পবিত্র কোরআনে তিনি বলেছেন, “বল (হে মুহাম্মদ), আমরা কি তোমাদেরকে বলে দিব কর্মের বিচারে কে সবচেয়ে ব্যর্থ? এরা হচ্ছে তারা যাদের জীবনের সকল প্রচেষ্ঠা নষ্ট হয়েছে এ দুনিয়ার জীবনের স্বাচ্ছন্দ বাড়াতে এবং ভাবে যে কর্মে তারা ভাল করছে। এরাই হচ্ছে তারা যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে এবং অস্বীকার করে পরকালে তার সাথে সাক্ষাতকেও অস্বীকার করে। তাদের কর্মকান্ড ব্যর্থ।

এক আখেরাতের বিচারদিনে তাদের কর্মকে ওজনও করা হবে না। -(সুরা কাহাফ, আয়াত ১০৩-১০৫)। অথচ বাংলাদেশের ন্যায় মুসলিম দেশগুলিতে সেক্যুলার শিক্ষাব্যবস্থা এমন ব্যর্থ মানুষদের সংখ্যাই বিপুল ভাবে বাড়িয়েছে। শয়তান শুধু আল্লাহর দুষমন নয়, মানুষেরও সবচেয়ে বড় দুষমন। মহান আল্লাহতায়ারা পবিত্র কোরআনে সে সত্যটি বার বার শুনিয়েছেন।

শয়তান শুধু হযরত আদম (আঃ) ও তাঁর বিবি হযরত হাওয়াকে জান্নাত থেকে বেরই করেনি, যাতে তার বংশধরগণ পুরণায় সে জান্নাতে ঢুকতে না পারে সে প্রকল্প নিয়েও দিবারাত্র কাজ করছে। একাজে শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হলো রাষ্ট্র এবং সে রাষ্ট্রের সরকার, প্রশাসন ও সংস্কৃতি। সেক্যুলার শিক্ষাব্যবস্থা মূলত নাগরিকদের মহাক্ষতির সে শয়তানি প্রকল্প। এখানে লক্ষ্য, পরকাল ব্যর্থ করে দেয়া। অনৈসলামিক রাষ্ট্রের এটি এক ভয়ানক বিপদ।

তখন রাষ্ট্র পরিণত হয় জাহান্নামের জাহাজে। সে জাহাজের যাত্রী হয় জনগণ। এবং সে জাহাজটির নির্মানে ব্যয় হয় জনগণের নিজ অর্থ, নিজ শ্রম ও নিজ মেধা। শয়তান এভাবেই কইয়ের তেলে কই ভাজে। প্রতি দেশে বেঈমানদের বড় কাজ হলো এ শয়তানী প্রকল্পকে সফল করা।

অপর দিকে ঈমানদারদের উপর বড় দায়ভারটি হলো, এ শয়তানী প্রকল্পের বিরুদ্ধে সর্বভাবে রুখে দাঁড়ানো। নইলে তাদের পরকাল বাঁচে না। মুসলমানের জীবনে তো সেটাই জিহাদ। মুমিনের তাকওয়া তো সে সামর্থই বাড়ায়। পবিত্র কোরআনে তাই বলা হয়েছে, “যারা ঈমানদার তাঁরা জিহাদ করে আল্লাহর রাস্তায়, আর যারা কাফের তারা লড়াই করে শয়তানের রাস্তায়।

সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ কর; শয়তানের কৌশল অতিদুর্বল। ” -(সুরা নিসা, আয়াত ৭৬)। মুসলিম রাষ্ট্রে শাসকের বড় দায়িত্বটি হলো জিহাদের দায়ভার পালনে মু’মিনদের সংগঠিত করা ও সর্বভাবে সহায়তা দেয়া। এভাবে শয়তানের বন্ধুদের বিরুদ্ধে জিহাদকে লাগাতর জারি রাখা। এবং সেটি না হলে বুঝতে হবে নামে মুসলিম হলেও সরকার অযোগ্য ও দায়িত্বহীন।

বরং কাজ করছে শয়তানের বন্ধু রূপে। অনৈসলামিক রাষ্ট্রে তো সেটিই ঘটে। মাছের জন্য যেমন পানি, ঈমানদারের জন্য তেমনি হলো ইসলামি রাষ্ট্র। এ কারণেই অতীতে মুসলমানগণ যেখানে ঘর গড়েছে, সেখানে ইসলামি রাষ্ট্রও গড়েছে। সে রাষ্ট্রের প্রতিষ্ঠায় ও প্রতিরক্ষায় যখনই ডাক পড়েছে তখন সকল মুসলমান ময়দানে নেমে এসেছে।

জানমালের বিশাল কোরবানীও দিয়েছে। তাবুক যুদ্ধের সময় মুনাফিকগণ ছাড়া কোন সামর্থবান মুসলমান পুরুষ তাই ঘরে বসে ছিল না। অন্য কোন জাতির জীবনে এমন ইতিহাস একটি বারের জন্যও নির্মিত হয়নি। মুসলমানের জীবনে এটিই হলো সবচেয়ে বড় দায়িত্বশীলতা। কিন্তু অনৈসলামি রাষ্ট্রের প্রধান ষড়যন্ত্র হলো ঈমানদারের জীবন থেকে সে দায়িত্বশীলতাকে নির্মূল করা।

মুসলমানের জীবনে যে এমন একটি দায়ভার আছে সেটিকেই নানা ভাবে ভূলিয়ে দেয়া। তাই যেখানে ইসলামি রাষ্ট্র নাই সেখানে মসজিদ-মাদ্রাসা, নামায-রোযা বাড়লেও সে দায়িত্বশীলতা বাড়ে না। এবং সে দায়িত্বশীলতা না থাকার কারণেই মুসলিম দেশগুলিতে আজ জাতি, গোত্র, ভাষা, ভূগোল, দল ও নেতার নামে যুদ্ধ ও রক্তপাত বাড়লেও বাড়েনি ইসলামি রাষ্ট্রপ্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই ও কোরবানি। সাহাবায়ে কেরামের ধর্মপালন থেকে আজকের মুসলমানের ধর্মপালনে এখানেই বড় পার্থক্য। ফলে মুসলমানদের রাষ্ট্রের সংখ্যা বাড়লেও সমগ্র ধরাপৃষ্ঠে একখানি ইসলামি রাষ্ট্রও নির্মিত হয়নি।

ফলে কোথাও মহান আল্লাহর শরিয়তি বিধান যেমন প্রতিষ্ঠা পায়নি, তেমনি সে মহান বিধানটি সম্মানিতও হয়নি। বরং মুসলমানদের শ্রম, মেধা, অর্থ ও রক্তের কোরবানিতে বিজয়ীর বেশে প্রতিষ্ঠিত হয়ে আছে জাতিয়তাবাদ, গোত্রবাদ, সমাজবাদ, পুঁজিবাদ, স্বৈরতন্ত্র, সেক্যুলারিজমের ন্যায় নানা নামের ও নানারূপের জাহিলিয়াত। এবং গৌরব বেড়েছে নানা দল, গোত্র ও নেতার। আল্লাহ ও তাঁর মহান দ্বীনের বিরুদ্ধে বড় বেঈমানি আর কি হতে পারে? মুসলমান রাষ্ট্রগুলোর সরকারের কাজ হয়েছে সে বেঈমানিকে লাগাতর বাড়ানো। মুসলিম ভূমিতে অনৈসলামি রাষ্ট্রগুলো তো বেঁচে থাকে সে বেঈমানির উপর।

ইসলামি রাষ্ট্রের প্রতিষ্ঠা ছাড়া এমন অকল্যাণ থেকে মুক্তি আছে কি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.