Life is nothing!!!!!!!!!!!
Click This Link
সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড নামে পৃথক দুটি মিউচুয়াল ফান্ডের অনুমোদন দেওয়া হয়েছে। মিউচুয়াল ফান্ড দুটি যথাক্রমে ১০০ কোটি ও ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে।
সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মূল উদ্যোক্তা সরকারি মালিকানাধীন সোনালী ব্যাংক লিমিটেড। উদ্যোক্তা প্রতিষ্ঠান নিজে এ ফান্ডটির ২৫ শতাংশ বা ২৫ কোটি টাকা জোগান দেবে। প্রাক-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করা হবে ২৫ কোটি টাকা।
বাকি ৫০ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করা হবে।
ফান্ডটি ব্যবস্থাপনার দায়িত্বে থাকছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ কোম্পানি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অঙ্গপ্রতিষ্ঠান আইসিবি এএমসিএল।
ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের মূল উদ্যোক্তা বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এ ফান্ডটিতে উদ্যোক্তারা জোগান দেবে ১৫ কোটি টাকা। ৬০ কোটি টাকা সংগ্রহ করা হবে প্রাক-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে, যার অর্ধেক সংগ্রহ বরাদ্দ থাকবে অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) জন্য।
বাকি ৭৫ কোটি টাকা সংগ্রহ করা হবে আইপিওর মাধ্যমে।
ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের দায়িত্বে থাকছে বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।