আমাদের কথা খুঁজে নিন

   

দ্বীতিয় পর্ব-নিজেকে যাচাই করুন : আপনি কি করবেন?

আমি ভাই জিপসী মানুষ । বাংলাতে যাকেবলে যাযাবর । আমি অলটাইম রাস্তা-ঘাটে থাকি । এখান-সেখান ঘুরে বেড়াই । সমাজের হাল-চিএ অবলোকন করি আর ভাবি ।

আজ এ জগতে থাকি তো কাল ওজগতে,আজ মামার বাড়ী কাল চাচার বাড়ী। কখনো বিজনেস করি কখনো জব । কখনো পড়াশোনা করি কখনো......শ

* আপনার একজন বন্ধু‌ এক কি দু'সপ্তাহ আপনার সন্গে থাকতে চাইলো । কী করবেন? ক.বিভিন্ন অজুহাত তৈরী করবেন । খ. বন্ধু‌র সন্গ স্বরণীয় করে রাখার জন্য সব ধরনের আয়োজন করবেন ।

গ.বলবেন,পরে কখনো বন্ধু‌র সন্গে গিয়ে কিছুদিন থাকবেন । * আপনার রুমে যদি কোন অতিথি অবস্হান করে আপনি কি আনন্দিত হবেন ? ক. কখনোই না। খ.সব সময়। গ.তখনই, যখন অতিথি গুরুত্বপুর্ণ হন । * আপনার বন্ধু‌ আপনার দামী বেডশিটে কফি ফেলে দিলো, আপনি - ক.বিনীতভাবে বলবেন, যে কোনভাবেই হোক এটা আগের অবস্হায় এনে দিতে ।

খ. এটাকে দুর্ঘটনা হিসেবে দেখবেন এবং পরিস্কারের চেষ্টা করবেন । গ.ভাগ্যকে দোষারোপ করবেন । * উল্টে ঘটলে,তার বেডশিটে আপনার বাচ্চা কফি ফেললে,কী করবেন- ক. আপনি হাসি দিয়ে ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করবেন । খ. এটা দুর্ঘটনা ছিল কিন্তু আপনি অকস্মাৎ পরিস্কারের চেষ্টা করবেন । গ. ভাগ্যকে দোষারোপ করবেন ।

* রাতের খাবারের নিমন্ত্রনে গেছেন- ভাল হয়নি, কী করবেন - ক. মন্তব্য করবেন । খ. অল্প খেয়ে উঠে যাবেন । গ. খাবেন না এবং মন্তব্য করবেন না । * আপনি অতিথি । গৃহকর্তার সাহাষ্যকারী আপনাকে সাহাষ্য করতে ব্যর্থ হলো, আপনি - ক..কাজের অজুহাতে স্হান ত্যাগ করবেন ।

খ.ভাবে নিজে যতটুকু সম্ভব কাজ করবেন ঘ.হেসে বলবেন- আপনি তাই সবসময় নিজের সাহাষ্যকারীকে সন্গে রাখেন । অন্যের উপর নির্ভর করেন না । * আপনি যখন পার্টি দেবেন,তখন অতিথি তালিকা কেমন হবে? ক.সবাইকে নিমন্ত্রন করবেন। খ.একই মানসিকতার সবাইকে নিমন্ত্রন করবেন যাতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে । গ.যারা পার্টি নিয়ে আপনার হয়ে মন্তব্য করবে তাদের নিমন্ত্রন করবেন ।

* আপনার বন্ধু‌র জন্মদিন । এক সপ্তাহ পর মনে পড়লো । আপনি- ক.ভাববেন এটা কোন ব্যাপার নয় । খ.তক্ষুনি তাকে ফোন করে উইশ করবেন এবং বোঝাতে চেষ্টা করবেন । গ.যখন শুভেচ্ছা জানাবেন তখন তিনি ফোন করবেন বা দেখা হবে ।

* বন্ধুদের জন্মদিনপরিপারের বিভিন্ন বার্ষিকী আপনার - ক.কখনো কখনো মনে থাকে বাকি বেশির ভাগ সময় ভুলে যান । খ.ক্যালেন্ডার সন্গে রাখেন কারন প্রায়ই ভুরে যান । গ.গুরুত্বপুর্ণ বিভিন্ন বার্ষিকী মনে রাখেন । * যখন কেউ আপনার জন্মদিন বা বিবাহ বার্ষিকী বুলে যায তখন কেমন লাগে ? ক.কিছুই না,এটা ঘটতেই পারেনা । খ.মন খারাপ হয় ।

গ.ভাবেন কীভাবে এটা ভুলে যায়! * আপনার প্রতিবেশীর কিছু ধার নেয়া প্রয়োজন । আপনি তাকে- ক.জরুরী অবস্হা বুঝে ধার দেবেন । খ.কোন কারন জানতে না চেয়েই ধার দেবেন । গ.কী কারন জেনে নিয়ে তারপর ধার দেবেন । * প্রতিবেশী তার পার্টিতে প্রচন্ড হইচই করার কারনে আপনাকে নির্ঘুম থাকতে হলো ।

আপনি - ক.ব্যাপারটা পরদিন সকালে দেখবেন । খ.ঞেসে বলবেন-গত লাতে কি যুদ্ধ হয়েছে! গ.,আপনার পরর্পতী পর্টিতে আরও বেশী হইচই করবেন ফলাফল ভেশিরভাগ (ক) হলে: আপনি আপনার সম্পর্ক নিয়ে আত্মতুষ্টিতে ভুগছেন । বন্ধু‌, আত্বীয়-স্বজনের মনোভাব আপনার কাছে কোন ব্যাপার নয় । আপনার জীবনযাপন হয়তো এখন আনন্দময়। কিন্তু একাকী জীবন কতটা ভাল কাটে এটা প্রশ্নসাপেক্ষে।

একজন মানুষের বন্ধু‌, আত্বীয়-স্বজনের পাশে থাকা গুরুতপুর্ণ । বন্ধু‌,পরিপার একজন মানুষের খুব বড় সহায়ক । অচিরেই আপনার মনোভাব পরিপর্তন করা জরুরী । কেননা,তারা আপনার জীবনকে ঝলেমলে করে তুলতে পারে । ভেশিরভাগ (খ) হলে: আপনার বন্ধুত্ব্বপুর্ণ আত্মা আছে, আপনার এবং আপনার বন্ধু‌মাঝে রয়েছে চমৎকার বোঝাপড়া ।

আপনি সম্পর্কের পেছনে বিনিয়োগ করেছেন এবং তা থেকে লাভও পাচ্ছেন। আপনার জীবন আরও ঐশ্বর্যময় হয়ে উঠেছে এইসব সুন্দর সম্পর্কের জন্য। । এটাই তো সঠিক পথ । ভেশিরভাগ (গ) হলে নিশ্চতভাবে আপনি সম্পর্কের ক্ষেত্রে যত্নশীল নন খুব একটা ।

আরেকটু সচেতন হওয়া জরুরী । এতে আপনি লাভবানই হবেন কে আপনার প্রতি কতটুকু আন্তরিক তা ভাবার দরকার নাই। আপনার প্রয়োজনে যারা আশেপাশে থাকে তাদের প্রতি আপনার আরেকটু সচেতন হওয়া দরকার । সৌজন্য রহস্য পত্রিকা সায়েদা মরিয়ম মে,২০১০ প্রথম পর্ব দেখুন-নিজেকে যাচাই করুনঃআপনি কোন ধরনের বই পছন্দ করেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.