আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের গ্রামীণফোন, ইন্ডিয়ায় uninor নামে পরিচিত, সেখানে তারা ২২ রুপি তথা ৩৫ টাকায় ১ জিবি নেট দিচ্ছে । (রেফারেন্সঃGoogle search) (সংগৃহীত)

হাতুড়ি মারা উচিত কিন্তু বাংলাদেশে দিচ্ছে সমমানের টাকায়া ১৫ এমবি .. বাঁশ কি শুধু বাংলাদেশীদেরই দিতে মনেচায় .....? তাছাড়া জিপি আমাদের হ্যাকারদের অতি কষ্ট করে বের করা ফ্রী নেট ট্রিক গুলো বন্ধ করে দিচ্ছে । তাই আমরা জিপির প্রতি জোর দাবি জানাচ্ছি দাবী সমূহঃ হয় আমাদের ফ্রী নেটের জন্য Open port 9201 খুলে দিতে হবে যেন আগের মতো ফ্রী ব্যবহার করতে পারি । আর না হয় আমাদের তথা ছাত্রদের জন্য নেটের মূল্য নিন্মলিখিত ভাবে ধার্য করতে হবে। ১) ১০ টাকায় ১০০ mb ৫ দিন মেয়াদ ২) ২০ টাকায় ২০০ Mb ১০ দিন মেয়াদ ৩) ৫০ টাকায় ৫০০ Mb ১৫ দিন মেয়াদ ৪) ১০০ টাকায় ১ জিবি ৩০ দিন মেয়াদ ৫) ২০০ টাকায় ৩ জিবি ৩০ দিন মেয়াদ ৬) ৩০০ টাকায় আনলিমিটেড ৩০ দিন মেয়াদ (no limit) ৭) নাইট টাইম প্যাকেজ রাত ১২ টা থেকে ১০ টা ১৫০ টাকা ১ মাস(no limit) ৮) ১ দিন আনলিমিটেড ৫০ টাকা(no limit) এই পোস্টটি বেশী থেকে বেশী শেয়ার করুন সবাইকে জনতে সাহায্য করুন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.