আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা---- গাঁয়ের পখ

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী"

মোহাম্মদ সাইদুল ইসলাম আঁকাবাকা পথটি বেয়ে যাবে আমার গাঁয়? চৈত্র মাসে মেঠো পথে বর্ষামাসে নায়। দেখবে যেতে খানিক দূরে লম্বা তালের গাছ, তার পাশেতে একটি পুকুর জল ভরা তার মাছ। তিন রাস্তার দেখবে মোড়ে বিশাল বটের গাছ, সেই গাছেরই মগডালেতে দেখবে শালিক নাচ। রাখাল ছেলে বটের মূলে মত্ত বাঁশির সুরে, নদীর কূলে ডিঙি নৌকা দেখবে খানিক ঘুরে। ছইয়ের নিচে ঘুমটা তুলে যাচ্ছে বাপের বাড়ি স্বামীর ঘরে ফিরছে কতক সঙ্গে ডালার হাড়ি। নদীর বাঁকে বকের সারি,শাপলা-শালুক ভাসে, গাঁয়ের বধূ কলসি কাঁখে জল ভরতে আসে। ঘাট পেরিয়ে মাঠ পেরিয়ে যাইবে সরু পথে, দুই ধারেতে সুপারির বন যাইবে কোন মতে। গাঁয়ের সরু পথটা আমার লক্ষ তরুয় ছাওয়া, শিমুল-শিশু-কড়ই গাছে লাগে মুক্ত হাওয়া। হরেক রকম পাখির কূজন শুনবে যেতে যেতে, গাছ-গাছালি ব্যজনী দোলায় হাওয়ার সাথে মেতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.