সাধারণ মানুষ
যেখানটায় আমি কাজ করতাম, সেখানে আমি প্রায় সাড়ে ৩ বছর পার করেছি। আমি হাঁটতাম, চলতাম, ঘুরতাম, হাসতাম, কথা বলতাম-সব কিছুর মাঝেই ছিল আরে, এটা তো আমার অফিস। আজ যখন প্রতিটা পা ফেলছিলাম কেবলই মনে হচ্ছিল আর কি এখানে আর পা রাখব? প্রতিটা বিন্দুতে মিশে আছে অনেক স্মৃতি, অনেক ঘটনা-দুর্ঘটনা। এইসব স্মৃতিমাখা জায়গায় আর পা রাখতে পারব না- এটা ভাবতেই কেমন উদাস হয়ে যাচ্ছিল মন। প্রতিটা জিনিস ছেড়ে আসতে মনে হচ্ছিল আমার একটা অংশ ছেড়ে আসছি পেছনে।
২৪ ঘন্টার মাঝে যে সময়টা জেগে থাকতাম তার একটা বড় অংশ জুড়েই ছিল অফিস। সবার সাথে হাসাহাসি, কাজ, গল্প, পঁচানি ( ) এসব নিয়ে তো দিন ভালই কেটেছিল। সবকিছুর মাঝে মজার কিছু খুঁজে বের করার চেষ্টা থাকত সব সময়।
যাইহোক, সময়ের সাথে সাথে সবাইকেই সরে যেতে হয়; কেউ থাকবে না তার জায়গায় স্থায়ী হয়ে। সবাই একটা গোল রকম মিটিং করে কিছু কথা বলে যখন আমাকে বিদায় দিচ্ছিল, আমার গলা বন্ধ হয়ে আসছিল কষ্টে।
সবার কাছ থেকে অনেক পেয়েছি আমি....
একদিন খুব খুশি মনে গেয়েছিলাম,
'চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা সত্যি... '
আর আজ লিখতে এসে,
'চাকরিটা আমি ছেড়ে দিয়েছি , বেলা সত্যি !'
তবুও সব এক্স-কলিগদের বলছি ভাল থাকবেন আপনারা সবাই। দোয়া করবেন আমি যে পথে চলেছি , আমি যেন সফল হতে পারি সেখানে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।