ক খ গ ঘ ঙ
আমার সামনে বসা সুন্দরী তরুনী সেই সকাল থেকে কোড লিখে যাচ্ছে, মাঝে মাঝে একা একাই হাসছে (সম্ভবত জটিল কোন কোড শেষ করার পর)। পাশে বসা বৃদ্ধ মানুষটা সকাল থেকেই তার কম্পিউটারে মাউস দিয়ে ক্লিক করে যাচ্ছেন। আর আমি কখনো জানালা দিয়ে সাগর বা পাহাড় দেখছি আর মাঝে মাঝে বাইরে গিয়ে সিগারেট খেয়ে আসছি। সকাল থেকে সারাটা দিন এভাবেই। কাজের মধ্যে একটাই - তা হচ্ছে সামহয়ারিন পড়া।
তাই বা আর কতোক্ষন।
সুযোগ সুবিধা ভালোই। দেশ থেকে আসা-যাওয়ার জন্য প্লেনে ফার্সট ক্লাসের টিকেট পাই। থাকার জন্য পাচ তারা হোটেলের সুইট। অফিসে আসার জন্য গাড়ি তো আছেই।
আবার ছুটির দিন গুলোতে ঘুরে বেড়ানোর জন্য টাকা ($)। কাজ বলতে বেসির ভাগ সময় অফিসে বসে ব্লগ পড়া। আজ সকাল থেকে ব্লগ পড়েও খুব একটা সময় কাটাতে পারছি না, তাই নিজেই লিখতে বসলাম।
বলুন দেখি আমার চাকরিটা কেমন।
আপডেট: বৃদ্ধ অফিস থেকে চলে গেছেন, তরুনী কোড লিখছে আর গান গাইছে।
আপডেট২: তরুনীও চলে গেছে। আর ২০ মিনিট পর আমিও বাসায় যাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।