ফাঁসিতে ঝুলিয়ে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা। তবে এটা প্রতীকী ফাঁসি। গতকাল রবিবার 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' হাইকোর্টের পূর্ব গেটে ফাঁসির মঞ্চ তৈরি করে। পরে সেখানে গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, সালাহউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামানের প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়।
'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. হুমায়ন কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, মো. এমদাদুল হক, নুরুজ্জামান ভুট্টো. আমিনুল ইসলাম রিপন, মাহমুদুল হাসান মাসুম এবং বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় বক্তব্য দেন।
নেতারা বলেন, যুদ্ধাপরাধীদের অপরাধ ক্ষমার অযোগ্য। স্বাধীনতা যুদ্ধে শহীদদের পরিবার, বেঁচে থাকা মুক্তিযোদ্ধা এবং এ দেশের সাধারণ মানুষ প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার চায়। আমরা আশা করি যুদ্ধাপরাধীদের বিচার ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হবে। তাই বাস্তব ফাঁসির মহড়া হিসেবে প্রতীকী ফাঁসির ব্যবস্থা করা হয়েছে। আমরা আশায় আছি যুদ্ধাপরাধীদের বাস্তব ফাঁসি দ্রুত কার্যকর করা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।