আমাদের কথা খুঁজে নিন

   

তিনটি স্থূল রসিকতা...

অতীত নিয়ে ভেবোনা। অতীত থেকে শিক্ষা নাও আর ভবিষ্যতের জন্য ভাব, অদূর আর সুদূর ভবিষ্যত...
১। একটি চাকরির ইন্টারভিউতে একটি পোস্টের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হল। লিখিত পরীক্ষার পর টিকল দশজন আর মৌখিক পরীক্ষায় একে একে আটজনকে বাদ দিতে পারলেন নিয়োগকর্তারা। কিন্তু, বিপদে পড়ে গেলেন বাকি দু'জনকে নিয়ে।

কেউ কোন অংশেই কারো চেয়ে কম না। তো অবশেষে ঠিক করা হল, এদের একটি আই.কিউ. পরীক্ষা নেয়া হবে। পরীক্ষা শেষে অফিসার একজনকে বললেন, "এই পরীক্ষাতেও আপনারা দু'জনে সমান নম্বর পেয়েছেন। তারপরও আমরা আপনার প্রতিদ্বন্দীকে চাকরিটি দিচ্ছি। " প্রার্থী বললেন, "কেন ?" অফিসার বললেন, "আসলে আপনাকে বাদ দেয়া হয়েছে ভুল উত্তরের ভিত্তিতে।

আপনারা দুজনেই একটি প্রশ্নের উত্তর দিতে পারেননি। উনি লিখেছেন, আমি জানিনা। আর আপনি লিখেছেন, আমিও জানিনা" ২। কোন একটি দেশে একটি টু সিটার প্লেন একটি কবরস্থানের উপর বিধ্বস্ত হল। উদ্ধারকর্মীরা সন্ধ্যা নাগাদ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেই উদ্ধারকাজ শুরু করে দিল।

রাত বারোটায় উদ্ধারকর্মীদের প্রধান রিপোর্ট দিলেন, "এখন পর্যন্ত আমরা প্রায় তিন শতাধিক লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এভাবে রাতভর উদ্ধারকাজ অব্যাহত থাকলে আমরা সকাল নাগাদ উদ্ধারকাজ শেষ করতে পারব। লাশের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে। " ৩। তিনজন পাদ্রি এক লেকে বোট নিয়ে মাছ ধরতে গেছেন।

একসময় মাছ ধরার ফাঁকে একজনের তৃষ্ণা পেল। অন্য দুই পাদ্রি দেখলেন, তিনি প্রথমে ঈশ্বরের নাম স্বরণ করলেন, তারপর বোট থেকে নেমে পানির উপর দিয়ে হেঁটে লেক পার হয়ে গেলেন এবং বাড়ি থেকে পানি খেয়ে ঠিক একইভাবে পানির উপর দিয়ে ফিরে এলেন। কিছুক্ষণ পর দ্বিতীয় একজনের লেকের পাড়ে যাবার প্রয়োজন পড়ল। তিনিও ঠিক একইভাবে প্রথমে ঈশ্বরের নাম স্বরণ করে পানির উপর দিয়ে হেঁটে লেক পার হলেন এবং কাজ শেষে ফিরে আসলেন। একসময় তৃতীয় পাদ্রিটির বাড়ি যাবার প্রয়োজন পড়ল।

তখন তিনি ভাবলেন, আগের দুইজন যখন ঈশ্বরের নাম স্বরণ করেই পানির উপর দিয়ে হেঁটে লেক পার হলেন, তখন আমি পারবনা কেন ?! এই ভেবে তিনি ঈশ্বরের নাম স্বরণ করে বুক ফুলিয়ে পানিতে নামলেন আর সঙ্গে সঙ্গেই ঝপাত। তখন অন্য দুই পাদ্রির একজন আরেকজনকে বলছেন, আরে ও তো দেখছি পাথরগুলো কোথায় আছে, জানেনা তিনটার সাথে একটা ফাও... স্ত্রী: ওফ, কী গরম পড়েছে ! স্বামী: কই, কোথায় এত গরম ?! স্ত্রী: আমার মাথায় (রেগে)... স্বামী: তাই তো বলি, গোবর পোড়ার গন্ধ আসছে কোথেকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.