আমাদের কথা খুঁজে নিন

   

গ্রীক মিথোলজি---১---- জিউস দ্য কিং অব অলিম্পাস

যে মুখ নিয়ত পালায়......। ।

তিনি ছিলেন অলিম্পাসের রাজা। দ্য কিং অব অলিম্পাস। তার নামের অর্থ হল উজ্জ্বলতা।

রোমানরা তাকে বলে লাভ বা জুপিটার। তার শ্রদ্ধেয় আব্বাজানের নাম ছিল ক্রোনাস(রোমান রা বলে স্যাটার্ন) এবং তার আম্মাজানের নাম রেয়া( রোমানরা বলে অপ্স)। এই মহামান্য জিউসের জন্ম নিয়ে আছে অতি মজার এক কাহিনী। তার শ্রদ্ধেয় আব্বাজান একদা জানতে পারলেন তার ঘরে এক মহা কু পুত্র জন্ম নিবে। এই কু পুত্র থাকে সিঙ্গহাসনচ্যুত করবে।

তাই পর পর পাচঁ সন্তান জন্ম হল আর তিনি তাদের মেরে ফেললেন( অতি মারাত্বক পিতা। তবে বাঙ্গালী কিছু পিতারা আরো মারাত্বক। তারা স্ত্রীর কাছে যৌতুক না পেয়ে সন্তানকে গলা টিপে হত্যা করে)) । কিন্তু ষষ্টবারে জন্ম হল জিউসের। এইবার রেয়া শিশুপুত্র জিউসের বদলে এক খন্ড পাথর কাপরে বেধেঁ ক্রোনাসের কাছে নিয়ে গিয়ে বললেন, এই নেন।

দেশ ও জাতির মঙ্গলের জন্য এই বদ রে কুরবানি দেন। ক্রোনাস এমন বউ পেয়ে তো বিরাট খুশি। তিনি কাপড়ের পুটলির মধ্যে পাথরের টুকরাকে জিউস ভেবে দিলেন কুরবানি। আর ওইদিকে রেয়া শিশুপুত্রকে পাঠিয়ে দিলেন ক্রিট নামক জায়গায়। এখানে এক মেশপালকের বেশে জিউস বড় হয়ে ঊঠলেন।

পরে তিনি প্রমিথিউসের সহায়তায় তার আপন পিতা ক্রোনাস কে পরাজিত করে অলিম্পাসের রাজা হয়ে উঠেন। দ্য কিং অব অলিম্পাস। জিউসের বিবাহ ছিল মাশাল্লাহ অনেক। তার ছেলেপুলের সংখ্যাও অত্যধিক যে ছেড়াবেড়া লাগার মত অবস্থা। প্রথমে বিয়ে করেন ক্রোনাসের কন্যা হেরা কে।

হেরার ঘরে তার সন্তানাধি হচ্ছে এরিস,হেবে,হেপাস্টাস। পরে ডিমিটারের(গড অফ আর্থ,ক্রোনাসের কন্যা) ঘরের সন্তান পার্স্পোন, লেটোর সাথে বিবাহের ফলে এপেলো(গড অফ লাইট), আর্টেমিস। মায়ার সাথে কাহীনির ফলে হার্মেস,ডিওনের সাথে কাহীনির ফলে আফ্রোদিতি(লাভ দেবী),লো এর সাথে ইপাহোস, ডানার সাথে পার্সেস, এলস্মেনের(মানবী) সাথে কাহিনীর ফলে হারকিউলিস, এয়েগ্নার সাথে এইয়াকাস,(একিলিসের দাদা)। লেডার (মানবী, জিউস তার কাছে হাসেঁর রুপ ধরে গিয়েছিলেন)সাথে তার অন্তরনঙ্গ সম্পর্কের ফলে জন্ম নেন হেলেন(হেলেন অব ট্রয়), পোলাক্স এবং সিমেলের সাথে ডাইনোসাস। জিউসের এই প্রতিভাটা ছিল অসাধারন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.