পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি এক প্রতিবেদনে জানিয়েছে, সেনাবাহিনী গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত সোয়াত উপত্যকায় ২৩৮ জনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছে। সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।
মানবাধিকার সংস্থাটি সাতটি ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করে। এতে বলা হয়, সেনাবাহিনী তালেবান সন্দেহে এদের গ্রেপ্তার করেছিল।
পরে তাদের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। নিহতদের শরীরে নির্যাতনের চিহ্নও ছিল। স্থানীয় লোকজন জানায়, সেনাবাহিনী তালেবান সন্দেহে যাদের গ্রেপ্তার করে, তাদের সঙ্গে জঙ্গিদের যোগসাজশ নেই। শুধু সন্দেহের বশে তাদের গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনী অভিযোগ অস্বীকার করে জানায়, তারা সোয়াতে জঙ্গি ছাড়া কাউকে ধরেওনি, কাউকে হত্যাও করেনি।
সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের প্রধান মেজর জেনারেল আতাহার আব্বাস বলেন, 'সোয়াতে আমরা কাউকে বিচারবহির্ভূতভাবে হত্যা করিনি। ' ২০০৮ সালের মে মাসে সেনাবাহিনী দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবান দমন অভিযান শুরু করে। রাইটস ওয়াচ আরেকটি ঘটনার বিবরণ দিয়ে জানায়, চলতি বছরের ২৮ মার্চ সোয়াতের মাত্তা এলাকা থেকে সেনাবাহিনী ফরমান আলী নামের একজনসহ তিনজনকে আটক করে। সেনাবাহিনী পরে এদের দুজনের মৃতদেহ হাজির করে জানায়, এরা তালেবান জঙ্গি, সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। এ ঘটনার প্রায় এক মাস পরে, ২৬ মে একটি মাঠে গুলিবিদ্ধ অবস্থায় ফরমান আলীর মৃতদেহ পাওয়া যায়।
১৮ শিয়াকে গুলি করে হত্যা : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল শনিবার জঙ্গিদের গুলিতে ১৮ জন শিয়া মুসলমান নিহত এবং চারজন আহত হয়েছে। পেশোয়ারগামী যাত্রীবাহী একটি বাস কুরাম আদিবাসী এলাকার সুনি্ন অধ্যুষিত চারখেল গ্রামে পেঁৗছালে জঙ্গিরা গুলিবর্ষণ শুরু করে। আধা সামরিক বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।