প্রিমিটিভ যুগের হাতিয়ারের মতো ঝুলে আছে তোমার চোখে ধংসের আগুন
তুমি যতই লুকোতে চাও কয়লার আড়ালে ধকধকে আগুনের লাল- আঁচই বলে দেবে তুমি কতটুকু পোড়াবে এইসব থ্যাসথ্যাসে আবেগের লালা।
যেন অন্ধকার গুহার ভেতরে ঝলসানো মাংসের লাল
যেন উল্লসিত পাথরের যুগ
উদ্দাম ড্রামের বোলে প্রকৃতি হয়ে ঝুলে আছে আগ্রাসী চোখের কোণে।
তোমার পায়ের কাছে অমোঘ আদেশের মতো
নেমে আসে ইচ্ছাপূরণ
নেমে আসে "পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি"
তোমার বাঁকানো নখে উঠে আসে ফ্যারাওয়ের মমি হওয়া ত্বক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।