বিস্ময় মুছে দিও না...
মুঠোফোনে প্রেমের গোপন আলাপন
দ্বান্দ্বিক পেষণে বাঁধ ভাঙার আওয়াজ
সূর্যের অবিরল আলোকচ্ছটার মতো
শূন্যতাগামী এই কথাদের ঢল...
টাকায় মোড়ানো কথার সময়
যান্ত্রিক নিয়মে মেয়াদ ফুরায়
পিছু লাগে গাঢ় নিরবতা-
কতো কথা হয়না যে বলা।
কথার মালা, মেয়াদ উত্তীর্ণ প্রেম
যন্ত্রের মন্ত্র বলে পায় না যে ঠাঁই
যতোখানি গভীরতা হৃদয় সাগরে।
যন্ত্রবাসী উপাখ্যানে প্রেমের গীতালি
মুঠোফোনের আশ্রয়ে খুঁজে নেয়
গুহা মন্দিরের ধ্যান অথবা
আদিবাসী অবাধ জীবন।
কর্পোরেট রাষ্ট্রতন্ত্রে অবাধ্য এ প্রেম
রাতদিন ছলেবলে কথায় বেপরোয়া
তবু কেনো বাঁধসাধে কথার মেয়াদ?
কল্পনার ডানাভাঙা প্রেমীক যুগল
বিভ্রমের দেয়াল ছুঁয়ে থমকে দাঁড়ায়।
প্রেমস্ফুরণ মাদকগ্রস্থ আমাদের মন
জন্মের প্রতিবাদে খামছে ধরে
বিষাক্রান্ত এই যন্ত্রজীবন।
১৯/০৭/১০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।