ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী বিয়ের দাবিতে ধর্ষকের বাড়ির সামনে টানা তিন দিন অনশন করেও কোনো বিচার পায়নি। উল্টো ধর্ষকের আত্মীয়দের হাতে নির্যাতনের শিকার হয়েছে। পরে প্রথম আলোর সহায়তায় পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ধর্ষকের এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে ঢাকার সাভারের আশুলিয়া থানায় মামলা হয়েছে।
আশুলিয়া থানা পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বছরখানেক আগে ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানতারা গ্রামের আবুল হকের ছেলে রিপনের সঙ্গে আশুলিয়ার কবীরপুর অঞ্জনা মডেল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
ওই সম্পর্কের জের ধরে রিপন গত শুক্রবার কৌশলে তাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হয়ে গেলে ধর্ষিতা বিয়ের দাবি নিয়ে গত রোববার সকালে রিপনের বাড়িতে যায়। রিপনের মা-বাবাকে বিষয়টি খুলে বলার পর তাঁরা ধর্ষিতাকে কোনো সহায়তা না করে উল্টো মারধর করে বাড়ি থেকে বের করে দেন।
ধর্ষিতার অভিযোগ, বিয়ের কথা বলে রিপন গত শুক্রবার তাকে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোহাগ পল্লির এক বন্ধুর বাড়িতে নিয়ে রিপন তাকে ধর্ষণ করে গা-ঢাকা দেয়।
এরপর থেকে সে বিয়ের দাবিতে ওই বাড়ির সামনে অনশন করতে থাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।