আমাদের কথা খুঁজে নিন

   

দুটো গান বিষয়ক সফটওয়্যারের নাম বলি

ব্লগিং করতেই চাই, তবে সেটা একেবারে, নিরীহ ও মিনমিনে উপায়ে।

গান শোনার সফটওয়্যারের নামতো সবাই জানে, এটা নিয়ে বলার ধৃষ্টতা দেখাবনা। যে দুটো নাম বলব,সে দুটো খুব সাহায্য করতে পারে, আর দুটোই একেবারে ফ্রী। ১। MediaMonkey: এখন চলছেঃ Version 3.এদের ওয়েবসাইটেই এই বিনামূল্যে সফটটি পাবেন।

অথবা এই হলঃ ডাউনলোডের লিঙ্ক কি করা যায় এটা দিয়েঃ এটি একটি পূর্ণাঙ্গ জুকবক্স। আপনার পুরো মিউজিক লাইব্রেরি ম্যানেজ করবে এটি, গান থেকে গানে যাতে ভলিউমের তারতম্য না হয়, সে জন্য সব গানের ভলিউমের সমতা সাধন করবে (যাতে আপনার বারবার কষ্ট করে ভলিউম বাড়াতে কমাতে না হয়)। কিন্তু এগুলোর কোনটাই আসল কথা না। এর আসল মজা অন্যখানে। এটি অটোমেটিকালি mp3 ট্যাগিং করতে পারে, এবং অ্যালবামের কভার নামাতে পারে।

হয়তো মনে করছেন তাতো অনেকেই পারে, Windows Media Player, Winamp কে না পারে? কিন্তু এ কাজটি করে Amazon.com সহ আরো সব নামীদামী সাইট থেকে, নিজের ডাটাবেইস থেকে নয়। কাজেই কোন গানের তথ্য বা কভার পাচ্ছিনা, এট প্রায় হয়ই না, আর যে কভারগুলো নামে, তা সাইজে অনেক বড় হয়, জাস্ট একটা স্ট্যাম্প সাইজ থাম্বনেইল হয়না। আর এ জন্য কি শুধু ফোল্ডার দেখিয়ে একটা শর্টকাট কি চাপলেই চলে। ধরেন কোন আর্টিস্টের কয়েক গিগাবাইট, হাজার খানেক গান সহ ডিস্কোগ্রাফি নামালেন। কালেকশনটাকে পূর্ণাঙ্গ করতে চান? আপনাকে এটা দেখতেই হবে।

Windows Media Player এর চেয়ে লাখোগুণে কার্যকর, ব্যাবহার করলেই টের পাবেন। ২। Tutanic (ওয়েবসাইট, ডাউনলোড কি হয় এটা দিয়ে? একটা গান খুব প্রিয়, কিন্তু নাম ট্যাগ কিছুই জানেননা? কথাও বোঝা যাচ্ছেনা? টুনাটিক চালু করুন, গানটা চালু করুন,সার্চ বাটন চেপে দিন, গানের সব খবর চলে আসবে। টু-ইন-ওয়ান এর সামনে মাইক্রোফোন ধরেও কাজ হবে, তবে খালি গলায় গাইলে হবেনা। কমন একটা গানের ক্ষেত্রে পরীক্ষা করে দেখেছি, আসলেই কাজ করে, দুঃখজনক ভাবে, আমার যে গানগুলো দরকার ছিল, তা বের করতে পারেনি।

আসলে audio signature নিয়ে আরো কাজ হতে হবে। তবে মজা পাবার জন্য হলেও মাত্র কয়েক কিলোবাইটের সফটয়্যারটি দেখা উচিত। দরকারে আসতেও পারে। আরো অনেক পাওয়া যায় তবে সেগুলো টাকা চাইতে পারে। এটা একদম ফ্রী।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।