আমাদের কথা খুঁজে নিন

   

প্রণয়ের মৈত্রী

দুঃখের সগর ভেঙ্গে পথ যেতে হয়, নয়তো জীবনে কোন আসেনা বিজয়,

আজ ভালবাসার স্নিগ্ধ শিশিরে ভেজাও দু’নয়ন, আজ ভালবাসায় সিক্ত হউক কোমল দু’টি মন। আজ ভালবাসায় শত আশায় জাগ্রত হউক প্রাণ, আজ স্বপ্ন পাপড়ি ঘ্রান ছড়ায় বিভুর প্রেমের তান। আজ নীল কষ্টরা হউক ভ্রষ্ট প্রীতির মোয়ানাকায়, আজ বিন্দু মায়ায় সিন্ধু ছুঁবেই প্রেমের বন্দনায়। আজ অন্তরাতে ঝরে নির্ঝর প্রেমের বর্ষণ, আজ ভালবাসা জীর্ণ প্রাণের মুক্ত আচ্ছাদন। আজ ভালবাসার মধুর স্বপ্নে কেটে যাক রাত্রি, আজ মহা প্রত্যয়ে বাঁধ সাঁকো প্রণয়ের মৈত্রী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।