আমাদের কথা খুঁজে নিন

   

কেউ সুন্দরী নারীর লোভে, কেউ হিন্দুর সম্পদ লুন্ঠন, কেউ ভারতীয় স্বার্থ রক্ষায় মুক্তিযুদ্ধে অংশ নেয় : কাদের মোল্লা


আজকের খবর: কামারুজ্জামান ও কাদের মোল্লা ১১ দিন করে রিমান্ডে পুলিশ আজ বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও কাদের মোল্লাকে পৃথক চার মামলায় ১১ দিন করে রিমান্ডে নিয়েছে। আদালত পল্টন থানায় দায়ের করা একটি মামলায় দুই দিন করে এবং রমনা থানার একটি ও পল্টন থানার অন্য দুটিসহ মোট তিনটি মামলায় তিন দিন করে প্রত্যেককে ১১ দিনের দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। - প্রথম আলো কাদের মোল্লার বিতর্কিত দম্ভোক্তি! জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা বলেছেন, কেউ সুন্দরী নারীর লোভে, কেউ হিন্দুর সম্পদ লুক্তন, কেউ ভারতীয় স্বার্থ রক্ষায় মুক্তিযুদ্ধে অংশ নেয়। কেউই আন্তরিকতা কিংবা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেননি। অনেকেই ভারতের অখণ্ডতার সাথে বাংলাদেশকে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন।

এই ষড়যন্ত্র এখনো চলছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পতাকাতলে বেশ কিছু জাতীয় বেইমান ও বিশ্বাসঘাতক আশ্রয় নিয়েছে। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত করে বলেন, “চাচার কবর কৈ আর চাচী কান্দে কৈ!” তিনি বলেন, কতিপয় রাজনৈতিক দল নির্বাচনের বিষয়ে আলোচনা না করে নির্বাচন কমিশনারের কাছে একটি রাজনৈতিক দল বাতিলের দাবি তুলেছে। তারা জানে না বাংলাদেশে ধর্মবিরোধীদের কোন ঠাঁই নেই। যারাই ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে তারাই নির্বংশ হয়ে যাবে।

সূত্র: ইত্তেফাক, ৩১ অক্টোবর, ২০০৭ কামারুজ্জামানের বিতর্কিত উক্তি! নারী নিজের কারণেই উত্ত্যক্ত হয়! - জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান এমনটিই মনে করেন। জামায়াতের নেতা কামারুজ্জামান বলেন, ‘এখন যাঁরা যুবলীগ-ছাত্রলীগ করছেন, তাঁদের বাবা-চাচারা কী করেছেন, আমরা আগে খোঁজ নিইনি। এখন লোকজনই খোঁজ দিচ্ছে। যাঁরা ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরি করেছেন, তাঁরা পাকিস্তানের পক্ষে ছিলেন। ' এইসব কুখ্যাত যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের ভাষা হউক - "কাইট্টা চুইল্লা এক্কেবারে লবণ লাগাইয়া দিমু"
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.