আমি ভূবন
সুন্দরী
আমি সইতে পারি সূর্যের খর তাপ
তোমায় দিলাম চাঁদের নরম আলো
আমি ভাবতে পারি যত বিষাদের ভাবনা
তোমাকে দিলাম মধুর ভাবনা গুলো।
সুন্দরী
আমি জাগতে পারি একা অনেক রাত
তোমায় দিলাম ঘুম আর সুখের স্বপ্নগুলো
আমি রং থেকে বেছে নিতে পারি আধার রাতের কালো
তোমাকে দিলাম সব সুন্দর যা কিছু ভালো।
সুন্দরী
বুঝোনা আমায় ভুল
নিবো আমি যত কাঁটা তোমাকেই দিব সব ফুল
তুমি চাইলে চলে যেতে পারি তোমার চোখের আড়াল থেকে দুরে
তুমি চাইলে ফিরে আসতে পারি অনেক অজানা পথ ঘুরে।
সুন্দরী
তুমি চাইলে সুন্দরী বলার অভিযোগে খাটতে পারি সাজা
ইদানিং আইনের মাইর প্যাচে তোমার মনটাকেও যায়না বুঝা
তুমি যদি চাও তবুও তোমায় ডাকবো না আর সুন্দরী
জানি আমি চোখের জলে ভিজবে বালিশ আমার না তোমারি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।