আমাদের কথা খুঁজে নিন

   

যেভাবে হবেন একটি সাইয়া নিকের গর্বিত মালিক

//

পুলাপান আগে হুন সাইয়া নিকের উপকারিতা। ১-বস্তাপচা কবতা যা কাউয়াও পড়ে না তাতেও পাইবা পেলাস। ২- জীবনেও পাবানা মাইনাস। ৩- ব্লগীয় লুলদের কল্যানে পাবা অসংখ্য হিট। ৪-স্ট্যাটাস চেন্জ হওয়ার সম্ভাবনা খুব কম।

এবার আস নিক খুলার নিয়মাবলি করি বর্ণন ১- নিক নিবা কাব্যিক। যেমন ধর অন্ধকারের গান/ জোছনায় চাদের খেলা এধরনের(আমার আবার রোমান্টিকতা বেশী আসে না তোমরা কল্পনা কইরা লও। সরাসরি মেয়ে নামেও নেওয়া যায়। তবে ঐটাই সেফ বেশী। ২-প্রোপিক হিসাবে গুগুল মামারে ধইর না।

তাহলে ধরা খাবা ভাল হয় যদি মেয়েদের ছবি না লাগাও। তবে একান্ত চাইলে তোমার চেনাজানা কারও ছবি লাগাতে পার। পারলে ঐ ছবিরে ফটোশপে ঘষামাজা করে করতে পার ঝাপসা। ঐটাই সেফ বেশী। এবার কি করবা বলি ১- ব্লগে লেখবা কবিতা গল্প বা সমসাময়িক কোনো বিষয়।

তবে ভুল করেও কোনো কেচাল লাগানি পোস্ট দিবা না। ঐটা ৫-৬ মাস গেলে তারপর। ২-কমেন্ট কম করবা শুধু যারা নিয়মিত লুল ফালাবে তাদের পোস্টে ঘুরাফেরা করবা। সব কমেন্টেই ভাইয়া আপু এইসব লাগাবা। ৩- মাঝে মাঝে আমার না আজ খুব মনখারাপ টাইপ পোস্ট দিবা।

৪-ছয় সাত মাস ১৮+ লাগাবা না। ৫- কেউ তোমারে উত্তেজিত করলে এমনকি গালি দিলেও চেতবানা। বড়জোর কান্নার ইমো লাগাইয়া বলবা ভাইয়া এমন কথা আমাকে কেউ কখনই বলে নাই। তুমি পারলে? এত নিষ্টুর তুমি? ৬-তোমার প্রিয় লিস্ট এ কোনো বিতর্কিত পোস্ট রাখবা না। তাহলেই তুমি হবা একজন আদর্শ সাইয়া ব্লগার।

যাকে সাইয়া প্রমাণের সাধ্য নাই কাহারও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.