প্রশস্ত রাত্রি ।
অবরুদ্ধ সকাল।
জেগে থাকো বন্ধুরা
জাগো সকলে সবাই।
দেখে নিও হাতঘড়ি,
দেখো এই জীবন,
দেখো তোমার দেশ
দেখ যমুনার ঢেউ কাঁপন।
নড়ে ঊঠে নারী ।
আর পুরুষ , সমস্ত তাহারি।
মাপো, মেপে নাও সবাই
এই
এক জীবনের এক বিকেল।
ভালবাসা জেগে আছে? জেগে থাক।
জেগে থাক সব স্বপন।
তবু দেখো, আর একবার দেখে নাও
চোখের সবুজে ,
মেপে নাও
এই জীবনের কাঁপন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।