দিন শেষে আমার একলা পাখি
তোমার শরীর থেকে সবটুকু তাপ শুষে
নিরুত্তাপ করে দেবো, বলেছিতো জ্বরাক্রান্ত প্রেম।
একটু আধটু ব্যাথা যা আছে এখনি সেরে যাবে।
প্রয়োজন নেই প্যারাসিটামল, যা বলে বলুক টেথিস্কোপ।
সেদ্ধ ডিম, লেবুর শরবত বহু পুরাতন পথ্য
অত্যাধুনিক চিকিৎসা সেবা দিতে প্রয়োজন নির্জনতা।
দরকার হবে না নার্স, ডাক্তারি পরামর্শ তো সবার জন্য উন্মুক্ত হে সম্রাজ্ঞী।
ওসব এক্সরে ফেক্সরেতে বিশ্বাস রেখে কী লাভ?
আজীবন আরোগ্য লাভের জন্য চাই প্রশস্ত চুম্বন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।