আমাদের কথা খুঁজে নিন

   

পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় ৪৯ জন নিহত

জীবনে যা চেয়েছি তাই পেয়েছি কোন চাওয়াই অপূর্ন নেই । বড়লোক হওয়ার খুব সখ

ভারতের পশ্চিমবঙ্গে গতকাল রোববার গভীর রাতে এক ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪৯ জন নিহত ও ১৫০ জনের বেশি লোক আহত হয়েছে। পশ্চিমবঙ্গের সাইথিয়া রেলস্টেশনে অপেক্ষমাণ যাত্রীবাহী একটি ট্রেনকে আরেকটি ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় অধিবাসীরা বিধ্বস্ত ট্রেন দুটি থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি।

গতকাল রাত দুইটার দিকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাইথিয়া রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা বনাঞ্চল এক্সপ্রেস (ভাগলপুর-রাঁচি) ট্রেনটিকে কলকাতাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি হঠাত্ ধাক্কা দেয়। এতে বনাঞ্চল এক্সপ্রেসের তিনটি বগি দুমড়ে-মুচড়ে যায়। বীরভূমের জেলা প্রশাসক সৌমিত্র মোহন জানান, মরদেহগুলো সিউরি হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। এই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.