পশ্চিমবঙ্গের পৌরসভার ভোটের ফলাফলে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুক্রবারই রাজ্যের এই পাঁচ পৌরসভাতে ভোট হয়। এগুলি হল: কৃষ্ণনগর, বহরমপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও মেদিনীপুর।
আজ সোমবার সকাল আটটা থেকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় ভোট গণনা। এখনও পর্যন্ত বহরমপুর বাদে রাজ্যের চারটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল।
একমাত্র বহরমপুর পৌরসভায় কংগ্রেস-এর এগিয়ে থাকার খবর পাওয়া গেছে।
এছাড়া গত শুক্রবার কলকাতা, বিধাননগর ও রাজারহাটসহ রাজ্যের মোট ২৩টি পৌরসভার যে ২৯টি ওয়ার্ডে উপনির্বাচন হয়েছিল তারও ফলাফল আজ ঘোষিত হবে। সেখানেও তৃণমূলের আধিপত্য দেখা যাচ্ছে। ইতোমধ্যেই বেশিরভাগ আসনই গেছে তৃণমূলের দখলে। এরমধ্যে কলকাতার ১ ও ২৪, বিধাননগরের ১৩ নম্বর এবং রাজারহাটের ২৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।
ইভিএম-এ ভোটগ্রহণ হওয়ায় দুপুরের মধ্যেই ফলাফল পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, ভারতের মধ্যপ্রদেশ ও মিজোরামেও চলছে বিধানসভার নির্বাচন। মধ্যপ্রদেশের ২৩০ টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫৮৩ জন প্রার্থী এবং মিজোরামের ৪০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪২ প্রার্থী। ভোটগণনা আগামী ৮ ডিসেম্বর।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।