আমাদের কথা খুঁজে নিন

   

পশ্চিমবঙ্গে পৌরসভার ফল ঘোষণা, এগিয়ে তৃণমূল

পশ্চিমবঙ্গের পৌরসভার ভোটের ফলাফলে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুক্রবারই রাজ্যের এই পাঁচ পৌরসভাতে ভোট হয়। এগুলি হল: কৃষ্ণনগর, বহরমপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও মেদিনীপুর।

আজ সোমবার সকাল আটটা থেকে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় ভোট গণনা। এখনও পর্যন্ত বহরমপুর বাদে রাজ্যের চারটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল।

একমাত্র বহরমপুর পৌরসভায় কংগ্রেস-এর এগিয়ে থাকার খবর পাওয়া গেছে।

এছাড়া গত শুক্রবার কলকাতা, বিধাননগর ও রাজারহাটসহ রাজ্যের মোট ২৩টি পৌরসভার যে ২৯টি ওয়ার্ডে উপনির্বাচন হয়েছিল তারও ফলাফল আজ ঘোষিত হবে। সেখানেও তৃণমূলের আধিপত্য দেখা যাচ্ছে। ইতোমধ্যেই বেশিরভাগ আসনই গেছে তৃণমূলের দখলে। এরমধ্যে কলকাতার ১ ও ২৪, বিধাননগরের ১৩ নম্বর এবং রাজারহাটের ২৩ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।

ইভিএম-এ ভোটগ্রহণ হওয়ায় দুপুরের মধ্যেই ফলাফল পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, ভারতের মধ্যপ্রদেশ ও মিজোরামেও চলছে বিধানসভার নির্বাচন। মধ্যপ্রদেশের ২৩০ টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫৮৩ জন প্রার্থী এবং মিজোরামের ৪০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪২ প্রার্থী। ভোটগণনা আগামী ৮ ডিসেম্বর।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.