আমাদের কথা খুঁজে নিন

   

♦♦♦ঘরের অপ্রয়োজনীয় সব লাইট ফ্যান বন্ধ আছেতো? কোথাও কোন কল ছাড়া নেইতো?? একবার একটু চেক করে দেখুন না... বিদ্যুৎ এবং পানি সাশ্রয় করুন... দেশটাতো আমাদেরই। এই দেশটাকে বদলাতে হবেই। আমরা বদলাবো একে...

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

এটি একটি জনসচেতনটামূলক পোস্ট।

প্রতি ঘন্টায় একটি করে কমেন্ট করা হবে এই পোস্টটায়। যেকোন একজন ব্লগার একটি করে "." হলেও প্রতি ঘন্টায় কমেন্টের ঘরে দিয়ে দিন। এই পোস্টটির জন্ম এখানে... পোস্টটির কিছু অংশ এখানে তুলে ধরছি::: এতে সহায়ত ভূমিকা রাখতে পারে সামহোয়ার ইন ব্লগের মতো ব্লগ সাইটগুলোও। ব্লগের ব্যানারের এক প্রান্তেই ছোট্ট করে লিখে দেওয়া যায় লাইট ফ্যান বন্ধ করে রাখার কথাগুলোকে। কি লেখা যায় তা পোস্টের শেষে লিখে দিচ্ছি।

আপাতত আমি নিজেই একটা উদ্যোগ নেবো। আশা করবো ব্লগাররাও আমাকে সঙ্গ দেবেন। পোস্টের শেষের লেখাটিকে শিরোণাম বানিয়ে একটা পোস্ট দেবো। আর যেকোন একজন ব্লগার প্রতি এক ঘন্টা পর পর সেখানে গিয়ে একটি করে মন্তব্য করে আসবেন। একটা "." দিয়ে আসলেও চলবে।

আপনার মন্তব্যের সঙ্গে সঙ্গে সেটা চলে আসবে "সাম্প্রতিক মন্তব্য" তালিকায়। চোখে পড়বে অন্যান্য ব্লগারদের। এটাইতো জনসচেতনতা সৃষ্টি। জনসচেতনতা সৃষ্টিতে ব্যবহার করুন বিভিন্ন মেসেঞ্জার এবং জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুককে। ।

। যে কথাটিকে লেখা যায়: "♦♦♦ঘরের অপ্রয়োজনীয় সব লাইট ফ্যান বন্ধ আছেতো? কোথাও কোন কল ছাড়া নেইতো?? একবার একটু চেক করে দেখুন না... বিদ্যুৎ এবং পানি সাশ্রয় করুন... দেশটাতো আমাদেরই। এই দেশটাকে বদলাতে হবেই। আমরা বদলাবো একে..."

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।