e_echo@live.com
১. প্যাকজে P2 এবং P3 এর জন্য প্রতিদিন চার্জ হয়। যেটা আগে মাসের শেষে হত।
২. গ্রামীনফোন কাষ্টমার কেয়ারে মিনিট প্রতি কল চার্জ ১.০০ টাকা কাটা হয় যা আগে ফ্রি ছিল। এর ফলে ব্যালেন্স শোনার জন্যেও চার্জ দিতে হয়। যদিও চার্জ কাটার ব্যাপারে তারা এখনও পর্যন্ত নোটিফাই করেনি।
৩. কাষ্টমার কেয়ার সার্ভিস ২৪ ঘন্টা পরিবর্তে এখন সকাল ৭.০০ টা থেকে রাত ১২.০০ টা করা হয়েছে।
৪. আপনি যদি Package 3 (P3) Subscriber হয়ে থাকেন তাহলে আপনার ডাউনলোড লিমিট হলো Maximum 5GB. যা কিছুদিন আগেই আনলিমিটেড ছিল।
আরও বিভিন্ন কারনে জিপির প্রতি বিরক্ত হয়ে জিপি ইউজ করাই ছেড়ে দিলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।