অনেক আগে থেকেই ইউরোপ ঘোরার শখ ছিল, আর বৃটেনে এসে শখটা আরও বেড়েছে। কিন্তু যার নুন আনতে পানতা ফুড়ায় ( মানে ষ্টুডেন্ট আর কি ) তাদের জন্য ঘোরার কথা চিন্তা করাওতো ভয়ংকর। ২০ ঘন্টা কাজ করে থাকা খাওয়াই হয় না আবার ইউরোপ।
তো এক বন্ধুকে পটিয়ে সঙ্গী হিসেবে রাজি করলাম। কাগজ পত্রে কিছু সমস্যা থাকার কারনে এমবেসি থেকে আবার নতুন কাগজ জমা দিতে বলা হল।
কপাল ভালই বলতে হবে কারন দেশে হলে রিফিউজ ই করে দিত। তো কাগজ জমা ঠিকঠাক মত দিতেই ভিসা হয়ে গেল। যাবার ব্যাপারে যখন ১০০% নিশ্চত তখন কি কারনে যেন বাংলাদেশে গো ব্যাক করতে হল, এবং প্যারিসে না যাওয়ার শাস্তি হিসেবে একজনকে সারাজীবনের জন্য ঘাড়ের সাথে ঝুলিয়ে দিল ( আই মিন বিয়ে হয়ে গেল !!!)
তো সেবার মিস করেছি কিন্তু আর নয়, এবার এ মাসের ত্রিশ তারিখে প্যারিস যাবো বলে ঠিক করেছি। আগামী কাল ভিসা নিতে এমবেসীতে যাবো। সবঠিক ঠাক থাকলে আমার বধু সহ ৩০ তারিখে লন্ডন ত্যাগ করব।
কোন ব্লগার ভাই/বোন যদি প্যারিসে থাকেন তাহলে জায়গায় দাড়িয়ে আওয়াজ দেয়ার জন্য বিনীত অনুরোধ করছি। একজন গাইড হলে ভাল হত।
'' বি: দ্র: প্যারিসের উপর একখান ভিডিও পুস্ট দেবার ইচ্ছে আছে ফিরে আসার পর ''
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।