আমাদের কথা খুঁজে নিন

   

প‌্যারিস ভ্রমন-louvre Museum

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।

লিখতে ভালো লাগতেছে না। ছবিতে দেখে নেন মিউজিয়ামে কি কি আছে। এমনিতেই মিউজিয়াম জিনিসটা আমার ব্যাপক অপছন্দের জায়গা। ফয়সলের খবরটা শুনে খুবই খারাপ লাগতেছে।

জীবনের মূল্য কি এতো সামান্যই। আইফেল টাওয়ারের সামনের নদী। নাম জানি না। মিউজিয়ামের নীচে পিরামিডের নীচের অংশ। সবাই চারপাশের ছবি তুলতে ব্যস্ত।

কেহ বা মিষ্টি রোদে আজকের পেপারটা পড়ে ফেলতেছেন। আমিও এতো মজার রোদ দেখে জ্যাকেট খুলে বসে পড়েছিলাম। মিউজিয়ামের এনট্রেন্সেই ডানাকাটা পরী। শুধু ছবি ডারলিংকে দেখার জন্য এতো কষ্ট ফটুকের সামনে কিন্ত বুলেটপ্রুফ গেলাস। ধরে দেখার কোনই চান্স নেই


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।