আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডন টু প‌্যারিস { LIFE IS BEAUTYFULLL}

অজানা গন্তব্যহীন পথে হঠাৎ নানা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ উদ্দ্যেশ্যের জন্ম হয় নিজের মাঝে, । সেই গন্তব্যহীন পথে নানা নতুন নতুন উদ্দ্যেশ্যের পিছনে আমার ছুটে চলা, আমার বিরামহীন পথ চলা।

লন্ডন থেকে ইউরোপের ভিসা পেতে তেমন ঝামেলা নেই। কলেজের হলিডে লেটার হলেই ভিসা পাওয়া সহজ। আমার অনেক বন্দুকেই চিনি যারা প্যারিস ঘুরে এসেছে।

আমার নিজেরও যাওয়ার ইচ্ছা আছে যদি সময় হয়। মূল কথায় আসি আমার এক রুম মেট প্রায় ৭ বছর লন্ডনে ছিলেন। এর আগে ইউরোপের অনেক দেশ ঘুরেছেন। এখন উনি লন্ডনের প্রতি বিরক্ত্ । কোনভাবেই ভদ্রলোক আর লন্ডনে থাকরেন না ।

দেশও যাবেন না। এখানে একটা কথা বলতে পারি আমাদের দেশ থেকে পডাশুনার জন্য যারা লন্ডনে আসে তাদের বেশির ভাগই পডাশুনা না করে টাকার পিছনে দোডায়। সিদ্ধান্ত নিলেন এর আগে যেহেতু নেদারল্যান্ড ঘুরে এসেছেন। তাই ভাবলেন নেদারল্যান্ড হয়ে অন্য দেশে যাবেন। যেই ভাবনা সেই কাজ।

ভিসার জন্য নেদারল্যান্ড এম্ব্যাসিতে পেপার জমা দিতে গেলেন। কিন্তু সমস্যা হল বাংলাদেশ পাসপোট নিয়ে। সাধারনত েয কোন দেশের পাসপোট ১০ বছর পর মেয়াদ থাকে না্‌ । একেত্রে নতুন পাসপোট ইস্যু করতে হয়্ । বাংলাদেশ এম্ব্যাসী থেকে বলা হল নতুন পাসপোটের দরকার নাই ।

আমরা পাসপোটের ৩ বছর নবায়ন করে দিচ্ছি। এই নবায়নকৃত পাসপোট নিয়ে ভদ্রলোক ভিসার জন্য আবেদন করলে ভিসা অফিসার পাসপোটের জন্য রিপিউজ করে। তাকে বলা হল পাসপোট ঠিক করে আনার জ্ন্য। ১০ বছরের বেশি মেয়াদের পাসপোট তাদের মেশিনে গ্রহন হয় না । কি আর করা নতুন পাসপোট আনা হলেও বিশাল কিউর কারনে সে আর জমা দিতে পারছে না ।

পরে জমা দেয়া হল vfs এর মাধ্যমে । এবার তাকে আবারও রিপিউজ করে। কারন বলা হল সে ফিরে আসবে না। এদিকে ক্রিসমাসের কারনে প্রায় সব এম্ব্যাসী বন্দ। তাই সিদ্ধান্ত হল অবৈধ ভাবে সে ফ্রাস্স যাবে।

এর জন্য কিছুদিন দেরী করতে হয়েছে। গতকাল রওয়ানা দিল ফ্রান্সের উদ্দেশ্যে। প্রখমেই তাকে নেয়া হল হোয়াইট চ্যাপল এ একটি ঘরে। সেথানে ১ ঘন্টা থাকার পর কল করল গাডি রেডি। তার সাথে আরো ১ জন যোগ দিল।

২ জনকে প্রায় ৬ ঘন্টা নন স্টপ গাডিতে করে নেয়া হল বডারের কাছে একটি বাডিতে। পথে ছিল ধরা পডার ভয়। সেখানে ৩০ মিনিট যাত্রা বিরতি্ । তাদের সাথে আরো ৪ জন যোগ হল । ৬ জনকে উঠানো হল লরি গাডিতে।

যেখানে আলো বাতাস নাই্ । দম বন্ধ হবার মত অবস্থা। পৃথিবী থেকে আলাদা কোন গ্রহের ভিতর দিয়ে তারা এগিয়ে চলছে নতুন কোন বিভিষিকায় গন্তব্যে। দরা পডার ভয়ের মধ্য দিয়ে তারা যাচ্ছে। লরি উঠল ফেরীতে।

লরির ভিতরে পাডি দিল ইংলিশ চ্যানেল্ । লরি পৌচল ফ্রান্স বডারে । সেখান থেকে আগে থেকে রেডি করা গাডিতে করে নেয়া হল ফ্রান্সের প‌্যারিসসসসসস। আমাকে ইমেইলে প্রথমেই লিখল { LIFE IS BEAUTYFULLL}

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.