ভালোই হলো
দাহকালের আয়নায় ঝাপসা নিজের মুখোশ
সময় আমাকে এত কিছু কখন শেখালো ।
এখন দৃষ্টির সীমানায় সাদাকালো ঘুড়ি
চুপচাপ নিথর - সিগারেটের ধোয়ার প্রলয় নাচন
নোনতা জলে ভেসে গেছে মৃত স্বপ্নের নুড়ি ।
এখন বিষাদী সময় নিস্তরঙ্গ বয়ে চলে
অনুভূতিতে শুধু বেদনার বেলুন
গড়াগড়ি খায় -নেতৃত্ব দেয় ফেরারী স্মৃতির মিছিলে ।
যে যাই বলুক , এই সব বিলাসী প্রহসন , প্রেম-অপ্র্রেম
এখনও নিয়ম করে বাসে উঠা-নামা ,নাগরিক কোলাহল
চেতনাতে নেই আর ব্যস্ততা , উদ্বেগ কিংবা মালিবাগের জ্যাম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।