আমাদের কথা খুঁজে নিন

   

মিথ্যে বলা ভালোই

....ভালো ভাবে বাঁচতে ভালোবাসি.......... মিথ্যে বলা আসলে খারাপ কিছু না। প্রতিদিন নিযম করে কিছুটা মিথ্যে বলাই যায়। সকালে দুবার, দুপুরে দুবার কিংবা সন্ধ্যায় দেরীতে বাসায় ফিরে মিথ্যে বলাই যায়। প্রেমিকার শুষ্কচুলে, হাত বুলিয়ে বলাই যায়, আহ! তুমি তো বনলতা, তাতে দোষের কিছু নেই। তার চোখের মাঝে হারিয়ে যাবার ভান করা যায়, উপমা দেয়া যায় অপরিচিত কোন তারার সাথে। মিথ্যে বলা তো কোনই ব্যাপার না, আমায় ছেড়ে যাবার পর চোখের পানি আড়াল করে বলাই যায়, ভালো আছি। তোমায় ছেড়ে সুখে আছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।