নিতান্তই আজাইড়া মানুষ আমি। ভালোই করেছো, দুরে থেকেছো! কাছে এলে তপ্ত মরিচিকায় আমি পুড়ে হতাম ছাড়খাড়... ভালোই করেছো, ঘৃণা ঢেলেছো! ভালোবাসলে মরে যেতে হতো বার বার... ভালো্ই করেছো, আঁধারে রেখেছো, নইলে তোমার আলোয় ঝলসে যেতাম। ভালোই করেছো, স্বপ্ন ভেঙেছো, তোমায় ছুঁয়ে থাকা হাতটা সরালে অবুঝ হতাম। ভালো করেছো, হারিয়ে গ্যাছো, নইলে কোথায় পেতাম তোমায় ফিরে পাবার আশা? ভালো করোনি ভুলেই গ্যাছো, আমার দেয়ালগুলোয় সবুজ শ্যাওলা ঠাশা...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।