আমি নতুন কিছু লিখবো বড় পরিসরে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন নারায়ণগঞ্জের ভোটাররা।
১৭ নম্বর ওয়ার্ডের জয় গোবিন্দ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইভিএমে ভোট দেওয়ার পর ৮টা ২০ মিনিটে আঙুলে অমোচনীয় কালি নিয়ে বেরিয়ে আসেন শিরিন (৩২)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ইভিএমে ভোট দিয়ে ভালোই লাগছে। কোনো ঝামেলা নাই। "
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পোলিং এজেন্টদের উপস্থিতিতে ইভিএম পরীক্ষা করে ভোট শুরু করতে ৪-৫ মিনিট দেরি হয়েছে।
তবে সব কিছু শান্তিপূর্ণভাবেই চলছে।
রোববার সকাল ৮টার পর নবগঠিত এ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি রয়েছে।
এর আগে গত বছরের জুনে চট্টগ্রাম সিটি করপোরেশনে একটি ওয়ার্ডে (চট্টগ্রাম মহানগরীর জামালখান রোড এলাকার ২১ নম্বর ওয়ার্ডে) পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করা হলেও বড় পরিসরে এ প্রযুক্তির ব্যবহার এই প্রথম।
নারায়ণগঞ্জে ৯টি ওয়ার্ডের ৫৮টি কেন্দ্রের চারশ ৫০টি বুথে একটি করে ইভিএম ব্যবহার করা হচ্ছে। এসব ওয়ার্ডের ভোটার রয়েছে এক লাখ ৪৮ হাজার ৬২৯ জন।
নতুন এই পদ্ধতিতে ভোট দেওয়ার পরও কোনো সন্দেহ আছে কি- না জানতে চাইলে জিন্নাহ মিয়া (৬৫) নামে আরেক ভোটার বলেন, "না, ঠিকই তো আছে। একটা টিপ দিলাম, হয়ে গেলো। তবে ব্যালটে ভোট দিতে পারলে একটু ভালো লাগতো।
"
জয় গোবিন্দ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক মঈনুল হক চৌধুরী জানান, কেন্দ্রের চৌহদ্দির বাইরে নির্বাহী হাকিম ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। কাউকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা গেলেই সতর্ক করে দেওয়া হচ্ছে।
এছাড়া ক্লোজড সার্কিট ক্যামেরা দিয়ে ২০টি কেন্দ্রের ভোটগ্রহণ পর্যাবেক্ষণ করারও ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। এসব ক্যামেরা নিয়ন্ত্রণ করা হচ্ছে শহরের শহীদ জিয়া হলে কমিশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে।
ক্যামেরা নিয়ন্ত্রণ বিভাগের হেড অব অপারেশনস জাকির উদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সবগুলো কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হতে দেখছি আমরা।
এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। "
এ নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছয় জন। সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৬ জন ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী ২৫০ জন।
দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত শামীম ওসমান, দোয়াত কলম প্রতীকে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী, আনারস প্রতীকে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার, গরুর গাড়ি প্রতীকে আতিকুর রহমান নান্নু মুন্সী, হাঁস প্রতীকে শরীফ মোহাম্মদ ও তালা প্রতীকে আতিকুল ইসলাম জীবন মেয়র পদের জন্য লড়ছেন।
নির্বাচন ব্যবস্থাপনায় নিয়োজিত আছেন ৯ জন সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ প্রায় সাড়ে তিন হাজার নির্বাচন কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/০৯০৭ ঘ. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।