আমাদের কথা খুঁজে নিন

   

অ্যান্ড্রয়েড গেম পর্ব ২: Despicable Me: Minion Rush চরম মজার গেম, মজা না লাগলে MB ফেরত। :D

কেমন আছেন সবাই? ভালোর দলে থাকাই ভালো অনেকে ইচ্ছা করে খারাপ থাকে, সেটা আপনি করেতে যাবেন না যেন। যা ই হোক, অ্যান্ড্রয়েড মোবাইল কেনার পর থেকে গেম নিয়ে চরম বেস্ত হয়ে পরেছি আর মজার গেম পেলেই আপনাদের সাথে শেয়ার করছি।
আজ নিয়ে আসলাম অনেক মজার একটা গেম জার নাম Despicable Me: Minion Rush। নাম শুনে অনেকেরই পরিচিত লাগবে। লাগারই কথা, Minion কে না চেনে!! যারা Despicable Me মুভি দেখেছেন তারা জানেনে Minion কত মজার চরিত্র।

এই গেমটা Minion দের নিয়ে বানানো।
অ্যান্ড্রয়েড মোবাইলে তো অনেক দৌড়া দৌড়ী করেছেন, উদাহরন স্বরূপ SubWay Surf, Temple Run কিন্তু Minion Rush আপনার সব দৌড়ের গেমের ধারনা পালটে দেবে।

গেমটি অন্য দৌড়ের গেমের তুলনায় কঠিন কারন এটাতে দৌড়ের সাথে সাথে মারামারি ও আছে। মুভির ভিলেন Victor এর সাথে ফাইট করতে হয়। নতুন নতুন লেভেলে নতুন জায়গা পাবেন।

এই গেমটি খেলার সময় আপনাকে হাসতে বাধ্য করবে Minion রা।

গেমটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে সাউন্ড, Minion দের ভাষা আসলেই মজার, মুভিতে যেরকম সাউন্ড ছিল ঠিক সেই রকম মজার মজার শব্দ আছে। গেম খেলার চেয়ে Minion দের Attitude বেশি ভালো লাগে। কমেডি অ্যাকশান এর ক্যাটাগরিতে দিতে পারেন এই গেমকে।

গেমটার সাইজ ১৮০ এমবি, আমি আগেই বলেছি মজা না লাগলে এমবি ফেরত যাদের এমবির চিন্তা কম মজার চিন্তা বেশি তারা ডাউনলোড করুন।


ডাউনলোড APK ফাইল
ডাউনলোড Data ফাইল
১। প্রথমে APK ফাইলটা ডাউনলোড করে ইন্সটল করেন।
২। Data ফাইল ডাউনলোড করে Extract করেন।
৩।

Extract করার পর com.gameloft.android.ANMP.GloftDMHM নামে একটা ফোল্ডার পাবেন।
৪। ফোল্ডারটি আপনার মবিলের SD Card/Android/Data ফোল্ডারে কপি করুন।
৫। এবার মেনু থেকে গেমটা রান করান।


৬। Enjoy!!
মাহাদির "সুনীল বরুনা" আমার কণ্ঠে SoundCloud লিঙ্ক (Karaoke এর সাথে FL Studio 11 দিয়ে Compose করা)
মিনারের "সাদা" আমার কণ্ঠে SoundCloud লিঙ্ক (Karaoke এর সাথে FL Studio 11 দিয়ে Compose করা)
লিঙ্ক কাজ না করলে, কিংবা Minio Rush/ অ্যান্ড্রয়েড গেম নিয়ে যেকোনো কিছু জানতে/ গেমটি মজা লাগলে এমবি ফেরত নিতে যোগাযোগ করুন আমার ফেসবুকে অথবা মন্তব্যে।
বরাবরের মতো ভুলের ক্ষমা চাইছি, পরের টিউন করার আশা নিয়ে আজ এ পর্যন্তই। টা টা......

সোর্স: http://www.techtunes.com.bd/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.