আমাদের কথা খুঁজে নিন

   

ম্যারাডোনা বিপাকে।

েিু

শুনলাম দলের এক বিখ্যাত খেলোয়ার কে হারিয়ে বিপাকে পরেছেন বিশ্ববিখ্যাত খেলোয়ার ডিয়োগো ম্যারাডোনা। ক্লাব লেভেলে এক খেলায় নাকি তার তুরুপের তাস পায়ে চোট পেয়েছেন। এদিকে সামনে আর মাত্র দুটা খেলা বাকি আছে। যদি একটি ম্যাচে ও হেরে যায় তার দল। তাহলেই তাদের বিশ্বকাপ সপ্ন সপ্নই থেকে যাবে।

ম্যারাডোনা ও হারাবে তার অতিরিক্ত ইমেজ, যা আসলে তার প্রাপ্য নয়। তিনি আহামরি কোন খেলোয়ার নন বা ছিলেন না। যদিও তিনি তার দল কে ৮৬ য়ে বিশ্বকাপ পাইয়ে ছিলেন। এরকম আরো অনেক খেলোয়ারই নিজের দল কে বিশ্বকাপ পাইয়েছেন। এমনকি ম্যারাদোনার চেয়ে ভালো খেলে।

হুজুগে ম্যারাডোনা এত বড় স্টার হয়ে গেলেন। এখন সময় এসেছে সেই তারকার নিভে যাওয়ার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.