আমার ব্যক্তিগত ব্লগ
শাফিন যখন আরও ছোট ছিল তখন ওর হাত-কব্জি দেখে ওর নানা বলেছিলেন, ভালো ক্রিকেটার হবে। আরেকটু বড় হলে, ছোট বল ওর দিকে ছুড়ে দিলে সুন্দর লুফে নিত। মনে হয়েছিল ভাল ক্যাচ ধরতে পারবে। এখন ১০ মাস বয়স। নতুন সখ হলো ফুটবল খেলা।
নিজে হাটতে পারেনা। কাউকে দুই হাত ধরে রাখতে হয়, এরমধ্যেই সে যা পায় তাই দিয়ে ফুটবল খেলে। একদম প্রফেশনালদের মতো বল আসলে আগে দাড় করায়, তারপর বলের মাঝ বরারব কিক দেয়। দৌড়ে গিয়ে বল পাস দেয়, বল সোফার নিচে চলে গেলে পা দিয়ে বের করে আনে..। মা বাপ দুজনেই ক্রিকেটের ভক্ত, ছেলের দেখি ফুটবল পছন্দ।
মামার ধারনা খেলাধুলায় ভাল করবে। দেখা যাক কি হয়...।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।