Khan IT Source
এখনো কড়া নাড়ছে না কেউ
অচেতন বাধা বাধা শব্দ জড়তার আস্ফাস
চুপচাপ গুটিশুটি হয়ে হেমাঙ্গিনীর পাশে শায়িত
কামুক শরীর, বর্ষার মেঘ ছোয়ানো রোদ্দুর আর
তপ্ত রোদের উঠোনে সিক্ত যৌবনের ঊর্ধ্বশ্বাস
উঠোন্ত বসনের কাছে আরোহণ-অবরোহণ-
ঢেউ এসে পার ভাঙে, দোলায় সীৎকার শিহরণ
নাভির নিচে নিদাঘ নদীর জোয়ারে ভাসে তরী
ওপারে বকের সারি আমলকির মিহি ঘ্রাণ গহীন নিমজ্জন
মেহেগুনির পাতার মত উরুর উপড় শুষ্ক কোমল ছোয়া
উষ্ণ বসন্তের করোতলে লিপ্সিত নীলাম্বরী জড়ানো কায়া
এখনো কড়া নাড়ছে না কেউ
এলানো কেশ কাঁপা কাঁপা ঠোটের আকূতি ভরা মধ্যাহ্ন
নেশাতুর চোখ যেনো লোভাতুর আকাশ ছুয়ে আসে
হিমালয় ছুয়ে আসা আঙুল গভীর সমুদ্রতলদেশে মিশে
রন্ধ্রে রন্ধ্রে আদম্য অনুভূতি প্রণয় যা শুধু অন্য কারো
ভেজা চুলে তার শ্রান্ত বিকেল একা আনমনা, রঙিন ফুল
এখনো হয়নি দিনের শেষ বৃষ্টি নামার সময়, অপরাহ্ন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।