শনিবার দুপুরে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
১৯৯৬ সালে ভোমরায় শুল্ক স্টেশনটি চালু হয়েছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌমন্ত্রী বলেন, পদ্মা সেতু হওয়ার পর ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ভোমরা স্থলবন্দর দেশের প্রধান বাণিজ্যিক স্থলবন্দরে পরিণত হবে। বন্দরের ব্যবসায়ীরা এখন থেকে পূর্ণাঙ্গ স্থলবন্দরের সুযোগ-সুবিধা পাবে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোয়েজ্জদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুজিবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মনসুর আহমেদ, জেলা প্রশাসক মুহা. আনোয়ার হোসেন হাওলাদার, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেছার উদ্দীন প্রমুখ বক্তব্য দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।