এসো নীপবনে
আমার চোখে না জল আসে
হঠাৎ হঠাৎ
স্মৃতি নিংড়ানো জল
কারো চোখে পরার আগেই মুছি
কিন্তু আমার ভেতরে আমার হ্রদয়ে
আমার যে ঠিক কোথায়
নিঃশব্দে নীরবে
ঝরঝর করে ঝরে
সে যে কী ঝরে
কি করে বোঝাই
না তাকে না কাউকে
একি ঝর্ণা
একি জলপ্রপাত
একি উষ্ণপ্রস্রবণ
একি একি একি
কেবলই ঝরে
নিঃশব্দে নীরবে
প্রবল পদ্মা প্রমত্তার উপর ফারাক্কা
হোয়াংহ মেনেছে পোষ
থেমেছে নীল
থেমে কী নায়াগ্রা
ভিক্টরিয়া
থামেনা
তেমনি থামেনা
কোথা থেকে কী যে
ঝরে
ঝরঝর করে ঝরে
নিঃশব্দে নীরবে
দেখেনা কেউ
দেখবেনা কেউ
কোনোদিন ...
২৩/০৮/২০১৩
কয়েক দিন আগে সায়েম মুন ভাইয়ের একটা পোস্টে কমেন্ট করেছিলাম। যতি চিহ্ন নিয়ে। সায়েম ভাই বোধহয় কষ্ট পেয়েছিলেন। এই কবিতাটা তাই তাকে উপলক্ষ্য করেই পোস্ট দিলাম। এখানে যতি চিহ্ন নেই। দিলাম যতি চিহ্নকে ঝেটিয়ে বিদায় করে। একবার এসে দেখেন তো কাজটা ঠিক হলো কিনা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।